যমুনা ফিউচার পার্কে ব্লুচিজের ফ্ল্যাগশিপ আউটলেট
শেয়ার করুন
ফলো করুন

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লুচিজের ব্লুচিজের প্রতিষ্ঠাতা ড. মো. কামরুজ্জামান, কো-ফাউন্ডার সিমিন জামান, চিফ অপারেটিং অফিসার ফজলে রাব্বিসহ দেশের খ্যাতনামা ফ্যাশন ব্যক্তিত্ব, মিডিয়া প্রতিনিধি, আস্থাভাজন ক্রেতা, ক্লাব মেম্বারগণ ও যমুনা ফিউচার পার্কের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

আমন্ত্রিত অতিথিরা ঘুরে দেখেন ব্লুচিজের নতুন কালেকশন, যেখানে ফুটে উঠেছে আধুনিক ট্রেন্ড, আরাম ও আত্মবিশ্বাসের নিখুঁত সংমিশ্রণ। ব্র্যান্ডটির ‘কর্ম্ফটেবল ইউ’ স্লোগান প্রতিফলিত হয়েছে প্রতিটি পোশাকে ও পরিবেশনায়।

নতুন আউটলেটে থাকছে এক্সক্লুসিভ প্রিমিয়াম কালেকশন, স্টাইলিশ ডেইলি ওয়্যার ও সাহসী স্টেটমেন্ট পিস। সব মিলিয়ে এটি হয়ে উঠেছে স্টাইলপ্রেমীদের জন্য একটি নতুন গন্তব্য।

বিজ্ঞাপন

আউটলেট ওপেনিং উপলক্ষে ছিল নানা আকর্ষণীয় অফার। প্রথম ১০০ জন ক্রেতার জন্য ছিল বিশেষ গিফট ব্যাগ এবং সবার জন্য ছিল স্ক্র্যাচ অ্যান্ড উইন সুযোগ, যার মাধ্যমে পাওয়া যাচ্ছে ১৫% থেকে ১০০% পর্যন্ত ডিসকাউন্ট। এই অফারটি চলবে আগামী ৩ দিন পর্যন্ত।

ব্লুচিজের প্রতিষ্ঠাতা ড. মো. কামরুজ্জামান বলেন, “যমুনা ফিউচার পার্কে এই আউটলেট আমাদের ব্র্যান্ডের পরিপূর্ণ প্রতিচ্ছবি। আমরা বিশ্বাস করি, ফ্যাশন শুধু পোশাক নয়, এটি নিজেকে প্রকাশের সাহসও বটে।”

কো-ফাউন্ডার সিমিন জামান বলেন, “এই আউটলেটের মাধ্যমে আমরা রাজধানীতে আমাদের গ্রাহকদের বড় একটি অংশের আরও কাছে যেতে পারব। ব্লুচিজের প্রতিটি আয়োজন যেন হয়ে ওঠে একজনের নিজস্ব স্টাইল ও গল্পের বহিঃপ্রকাশ।সেই লক্ষ্যেই আমরা প্রতিনিয়ত কাজ করছি।”
ওয়েবসাইট: www.blucheez.fashion

ছবি: ব্লুচিজ

বিজ্ঞাপন
প্রকাশ: ২৪ মে ২০২৫, ০৮: ০১
বিজ্ঞাপন