মাইডাসে চলছে আলোর মেলা
শেয়ার করুন
ফলো করুন

সিটি ব্যাংকের নারী ব্যাংকিং সেগমেন্ট সিটি আলোর আয়োজনে ৪০ জনের বেশি নারী উদ্যোক্তাদের নিয়ে ধানমন্ডির মাইডাস সেন্টারে চলছে আলোর মেলা ২০২৫। সৃজনশীল সব বাহারি পণ্য নিয়ে এখানে অংশগ্রহণ করছেন সিটি আলো সার্টিফিকেশন প্রোগ্রাম গ্র্যাজুয়েট, সিটি ব্যাংক এসএমই নারী উদ্যোক্তা ও পাওয়ার অব শি-এর নারী উদ্যোক্তারা। ২২মে রাত ৮টা পর্যন্ত চলবে এই আয়োজন।  

পোশাক, গয়না, ব্যাগ, স্কিন কেয়ার প্রোডাক্ট, ঘর সাজানোর সামগ্রীসহ পাওয়া যাচ্ছে মুখরোচক সব খাবারও। আবহাওয়া উপযোগী ফেব্রিকসে তৈরি এবং ট্রেন্ডি কাট ও প্যাটার্নের পোশাক নিয়ে মেলায় আছে এসো, বেনে বউ জামদানি, তানিস বাংলাদেশ, জারিনস ক্রিয়েশন, পূর্ণাঙ্গিনী, চিত্রা, রিংকিস অ্যাটায়ারসহ আরও অনেক উদ্যোগ।

ফেব্রিকস, বিডস ও মেটালের নান্দনিক সব গয়না নিয়ে আছে বক্স অব অর্নামেন্টস, মিথ আর্টস অ্যান্ড ক্র্যাফটস। ঐতিহ্যবাহী কাঁসা পিতলের তৈজসপত্র ও ঘর সাজানোর সামগ্রী নিয়ে আছে বি-বাসিনী। এর সঙ্গে নজর কাড়ছে চামড়াজাত পণ্য ও ব্যাগের উদ্যোগ ট্যানের পসরা।  

টক-ঝাল-মিষ্টি সব জনপ্রিয় আচার নিয়ে আছে আচারিয়ানা। তেলসহ ও তেলছাড়া অনেক ধরনের আচার পাওয়া যাচ্ছে মামনিজ-এ। দীঘল আছে তেল ও বিভিন্ন হেয়ার কেয়ার প্রোডাক্ট নিয়ে, সঙ্গে আছে তাদের আঁচারির আচার। মেলায় অর্গানিক স্কিন কেয়ার পণ্য নিয়ে আছে মানহুশ ও বুনো। সিপ দা স্টোরি, শর্মা দামাস্কোসহ মুখরোচক সব খাবারের উদ্যোগ আছে এখানে।

বিজ্ঞাপন

মেলার প্রথম দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল। সমাপনী অনুষ্ঠানে থাকবেন রূপবিশেষজ্ঞ কানিজ আলমাস খান। আয়োজনটি আরও উপভোগ্য করে তুলতে মেলায় থাকছে লাইভ মিউজিক ও স্ট্যান্ড আপ কমেডি শো।

সিটি আলোর পক্ষ থেকে আয়োজকেরা বলেন, সিটি আলো কাজ করছে নারী ব্যাংকিং সেগমেন্ট নিয়ে। এই কার্যক্রমের একটি অংশ হচ্ছে নারী উদ্যোক্তাদের নিয়ে কাজ করা। উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে সিটি আলো নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একটি কোর্স পরিচালনা করে থাকে। সেই সার্টিফিকেশন প্রোগ্রাম গ্র্যাজুয়েটরা, সিটি ব্যাংক এসএমই নারী উদ্যোক্তারা ও পাওয়ার অব শি-এর নারী উদ্যোক্তারা এই মেলায় অংশ নিয়েছেন।

বিজ্ঞাপন
প্রকাশ: ২২ মে ২০২৫, ০৭: ৫৯
বিজ্ঞাপন