ঢাকা রিজেন্সির আইকনিক রুফটপ রেস্টুরেন্ট গ্রিল অন দা স্কাইলাইন হয়ে উঠেছে গ্রীষ্মের এক ‘চিল আউট’ স্পট। ফুরফুরে বাতাস, আকাশভরা তারা আর মুখরোচক গ্রিলড আইটেম। সব মিলিয়ে যেন শহরের কোলাহল থেকে দূরে কোথাও।
রিজেন্সির ঝকঝকে রুফটপ সুইমিং পুল দিচ্ছে "এক ডুবেই রিফ্রেশ" হয়ে যাওয়ার সুযোগ। গরমে ক্লান্ত দেহ ও মনকে প্রশান্ত করতে চাইলে, এর থেকে ভালো জায়গা আর কি হতে পারে। এখানে রয়েছে তাজা ফলের রঙিন জুস কালেকশন। যা গ্রীষ্মের দুপুরে আপনাকে দেবে এক অন্যরকম শীতলতা।
এছারা সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকা রিজেন্সির এক্সক্লুসিভ স্পা অফারে থাকছে ১৫% ছাড়। শিশু থেকে প্রাপ্তবয়স্ক, সবার জন্য থকছে সাঁতার শেখার কোর্স। গ্রীষ্ম সাঁতার শেখার জন্য উপযুক্ত সময়। এক্সপার্ট কোচিংয়ের মাধ্যমে এখানে শেখানো হয় সাঁতারের কৌশল। বিশেষ ভাবে এখানে বাচ্চাদের জন্য থাকছে মজাদার ও নিরাপদ পরিবেশে সাঁতার শেখার দারুণ সুযোগ। ঢাকা রিজেন্সি হেলথ ক্লাব সদস্যদের জন্য থাকছে আকর্ষণীয় ছাড় ও প্যাকেজ সুবিধা।
পুরো অভিজ্ঞতাকে স্মরণীয় করে তুলতে চাইলে বেছে নিতে পারেন রিজেন্সির স্পেশাল রুম প্যাকেজ। থাকছে এক্সক্লুসিভ সামার প্যাকেজে বিলাসবহুল থাকার ব্যবস্থা। এই গ্রীষ্মে গরম থেকে পালিয়ে নয় বরং এই মৌসুমকে উপভোগ করতেই চাইলে চলে যেতে পারেন ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট।
ছবি: ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট