ভারতীয় দূতাবাসের আয়োজনে ঢাকায় দশম আন্তর্জাতিক যোগ দিবস পালন
শেয়ার করুন
ফলো করুন

আজ ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস। মানুষের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য যোগাভ্যাসের প্রয়োজনীয়তা সম্পর্কে সবার মধ্যে সচেতনতা বাড়াতে প্রতিবছরের মতো এবারও ভারতীয় দূতাবাস বিশেষ এই দিবস পালনের আয়োজন করেছে।

আজ দশম আন্তর্জাতিক যোগ দিবস পালন করেছে বাংলাদেশে অবস্থানরত ভারতীয় দূতাবাস।
আজ দশম আন্তর্জাতিক যোগ দিবস পালন করেছে বাংলাদেশে অবস্থানরত ভারতীয় দূতাবাস।

প্রতিবছরই যোগ দিবসের একটি প্রতিপাদ্য বা থিম থাকে। এ বছরের থিম হলো ‘নিজের ও সমাজের জন্য যোগব্যায়াম’। যোগের মাধ্যমে নিজের মন ও শরীর সুস্থ রাখার পাশাপাশি সমাজের সবাইকে উদ্বুদ্ধ করাই এ বছর যোগ দিবসের মূল লক্ষ্য।

বিজ্ঞাপন

সকাল আটটায় ঢাকার মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে শুরু হয় যোগ দিবসের মূল আয়োজন। এ সময় ভারপ্রাপ্ত হাইকমিশনার ডক্টর বিনয় জর্জ আগত ব্যক্তিদের উদ্দেশে স্বাগত বক্তব্য দেন। তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মানুষের মধ্যে শারীরিক ও মানসিক সুস্থতা প্রচারের জন্য যোগ ঐক্যবদ্ধ শক্তি হিসেবে কাজ করতে পারে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান। তাঁর বক্তব্যে উঠে আসে যোগব্যায়ামের উপকারী সব দিকের কথা। ছোটবেলায় যোগের মাধ্যমে অ্যাজমা সারানো থেকে শুরু করে গর্ভাবস্থার জটিলতায় যোগের ভূমিকার কথাও তিনি আলোচনা করেন।এই আয়োজনের আনন্দ এক ধাপ বাড়িয়ে দিতে অংশ নিয়েছিলেন দেশের সংগীত, ক্রীড়াঙ্গন ও সাংস্কৃতিক জগতের ব্যক্তিত্বরাও।

বিজ্ঞাপন

এরপর শুরু হয় যোগের কমন প্রটোকল। ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের যোগব্যায়াম প্রশিক্ষক শাহনাজ পারভিন ও শিক্ষার্থীদের নির্দেশনায় একসঙ্গে অংশ নেন যোগপ্রেমীরা। সবশেষে হয় যোগাসন প্রদর্শনী।

যোগপ্রেমীরা।
যোগপ্রেমীরা।

এ প্রদর্শনীতে অংশগ্রহণ করেছে প্রতিনিধিত্বশীল পাঁচটি সংগঠন—বাংলাদেশ ইয়োগা অ্যাসোসিয়েশন, কোয়ান্টাম ফাউন্ডেশন, জয়সান ইয়োগা, বাংলাদেশ ইয়োগা সংস্থা ও আইটেক ইয়োগা অ্যালামনাই অ্যাসোসিয়েশন বাংলাদেশ। তারা অসাধারণ কিছু যোগের আসন সবার সামনে তুলে ধরে।

জয়সান ইয়োগা।
জয়সান ইয়োগা।

জয়সান ইয়োগার যোগ প্রশিক্ষক কুশল রায় জয় বলেন, ‘যোগব্যায়ামের জন্য বাংলাদেশে উচ্চশিক্ষার ব্যবস্থা করা উচিত। আজকের এই দিনে এটাই চাওয়া। সবাইকে দশম আন্তর্জাতিক যোগ দিবসের শুভেচ্ছা।’

কোয়ান্টাম ফাউন্ডেশন।
কোয়ান্টাম ফাউন্ডেশন।

উল্লেখ্য, ২০১৪ সালের ২৭ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২১ জুনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণা করার প্রস্তাব দেন জাতিসংঘের কাছে। সেই বছরের ১১ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদ ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণা করে। এর পর থেকে বাংলাদেশেও ভারতীয় দূতাবাসের তত্ত্বাবধানে দিবসটি প্রতিবছর পালিত হয়ে আসছে।

ছবি: হাল ফ্যাশন

প্রকাশ: ২১ জুন ২০২৪, ০৭: ২৮
বিজ্ঞাপন