ঢাকা মেকার্স ২-এর দ্বিতীয় দিন: জমছে মেলা,বাড়ছে ভিড়
শেয়ার করুন
ফলো করুন

ঢাকার নতুন প্রজন্ম আসলে কতটা সৃজনশীলতা ধারণ করে, তা জানতে গেলে আসতেই হবে ঢাকা মেকার্সের এ বর্ণিল আয়োজনে। ১ ফেব্রুয়ারি শুরু হয়েছে ঢাকা মেকার্স টু। আর্ট, ক্রাফট, ফ্যাশনসহ আরও অনেক কিছুর অনবদ্য সমন্বয় ঘটেছে গুলশানের আলোকি কনভেনশন সেন্টারে চার দিনব্যাপী এ আয়োজনে। স্বতন্ত্র বৈশিষ্ট্যপূর্ণ এই উৎসবে ঢাকা মেকার্স স্থানীয়, সমসাময়িক শিল্পী ও আর্টিজানদের এক অনন্য প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। আজ ছুটির দিনের শুরুতেই জমে উঠেছে এই শিল্প উদ্‌যাপনের মেলা, বাড়ছে ভিড়। উপস্থিত সবাই আশাবাদ ব্যক্ত করছেন, নগরীর সমমনা শিল্পপ্রেমীরা এ উৎসবে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করবেন পুরো সময়।

এ উৎসবে আজ দ্বিতীয় দিনে আয়োজিত হচ্ছে বৈচিত্র্যময় সব কর্মশালা। আজকের আয়োজনে রয়েছে মাসু আঁকের অ্যাক্রিলিক ওয়ার্ক, ওয়াইল্ড উয়োভেনের লেদার ক্রাফটিং, ইব্রাহিম পালিংয়ের সঙ্গে নকশিকাঁথা, ফ্রুটসিকেলসের সঙ্গে পপসিকবানানো, আনিসে-এর বিড আর্ট বা পুঁতির কাজ আর ব্রোক-এর ব্যাজ বানানোর কর্মশালা। দিনব্যাপী এই কর্মশালাগুলোর মাধ্যমে নিজেদের সৃজনশীলতার প্রকাশ সবার কাছে পৌঁছে দিতে পারবেন শিল্পী ও আর্টিজানরা।

বিজ্ঞাপন

কর্মশালার পাশাপাশি শতাধিক অংশগ্রহণকারী এই ঢাকা মেকার্সের মার্কেটপ্লেসে নিজেদের পসরা নিয়ে আছেন আর সৃষ্টিশীল প্রতিভার জানান দিচ্ছেন। রয়েছে পোশাক, অনুষঙ্গ, হোম ডেকোর সামগ্রী, মোমবাতি, পরিধেয় আর্ট, মজার মজার মেসেজ আর আর্টওয়ার্ক করা স্টেশনারি, পোস্টারসহ অনেক কিছু। চার দিনব্যাপী এ আয়োজনে আরও আছে জাদুঘর নামের গ্যালারি, যেখানে ৮৫ জনের বেশি শিল্পীর কাজ প্রদর্শিত হচ্ছে। এ ছাড়া আছে সামিরা ওয়াদুদের তত্ত্বাবধানে সাজানো খাবারের প্যাভিলিয়ন, যেখানে মিলছে ইতালিয়ান, কোরিয়ান, পাহাড়ি খাবারসহ নানা ফাস্ট ফুডের পদ।

প্রতিদিন বিকেলেই বাড়তি আকর্ষণ হিসেবে থাকছে সংগীতায়োজন। আর সেখানেও পরিবেশনায় থাকছে বৈচিত্র্য। আজ বিকেল চারটা থেকে সংগীত পরিবেশন করবেন মুনফ্লাওয়ার প্রজেক্ট, স্বয়ম্ভু আর এল কেজি কোয়ার্টলেট।

বিজ্ঞাপন

ছুটির দিনে বন্ধুরা মিলে হ্যাংআউট করার এক দারুণ জায়গা হতে পারে আজকে ঢাকা মেকার্স। বাড়তি পাওনা হিসেবে চলমান, তথা ট্রেন্ডি ও ঐতিহ্যবাহী চারুশিল্প আর কারুশিল্পের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করে নেওয়া যাবে। সকালেই বন্ধুরা মিলে আলোকিতে এসেছেন বিশ্ববিদ্যালয়পড়ুয়া ইশমাম। কাল অনেকের কাছে শুনেছেন, খুব ‘হ্যাপেনিং’ কিছু একটা হচ্ছে এখানে। ফেসবুকেও দেখেছেন। মার্কেটপ্লেসে সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকা সামিরা অবশ্য শিল্পানুরাগী। বলেন, তিনি এসেছেন আর্টের প্রতি ভালোবাসা থেকে। কর্মশালাগুলোর প্রতি স্কুলপড়ুয়া শিশু–কিশোরদের আগ্রহ দেখা যাচ্ছে বেশ। সব মিলিয়ে নগরীর আর্টপ্রেমীদের একেবারেই মিস করা উচিত নয় এই আয়োজন।

সামগ্রিক আয়োজনে ঢাকা মেকার্সের সঙ্গে আছে সিটি ব্যাংক। এ ছাড়া রয়েছে ইএমকে সেন্টার, আর গ্যেটে ইনস্টিটিউট। ইভেন্টের স্ট্র্যাটেজিক পার্টনার আলোকি কনভেনশন সেন্টার, এমেরাল্ড ইভেন্টস, আইস টুডে, দেশার ওয়ার্কস ও ভাই ভাই প্রোডাকশনস। মিডিয়া পার্টনার হিসেবে আছে হাল ফ্যাশন ও সময় টিভি। উল্লেখ্য, ঢাকা মেকার্সের এমন দ্বিতীয় আয়োজন এটি। আরও তথ্যের জন্য ভিজিট করুন www.dhakamakers.com

ছবি: হাল ফ্যাশন

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০৬: ১৪
বিজ্ঞাপন