শুরু হয়ে গেছে শারদীয় দুর্গাপূজা। মেতে উঠেছে সবাই নানা আয়োজনে। হিন্দুধর্মাবলম্বীদের পাশাপাশি অন্যরাও উদ্যাপনে শরিক হচ্ছে। আর এই শারদ উৎসব উপলক্ষে বনানীর 'স্বাদে বাংলাদেশ’ রেস্টুরেন্ট ভিন্ন স্বাদের নানা পদের সমাহারে সাজিয়েছে তিন ধরনের থালি। ইন্দুবালা, ব্যোমকেশ ও অপূর্ব।
এটি প্রিমিয়াম থালি। সাম্প্রতিক সময়ের জনপ্রিয় উপন্যাস কল্লোল লাহিড়ির ‘ইন্দুবালা ভাটের হোটেল’–এর মেনুপ্রাণিত মুখরোচক পদে। মূল্য ৯৯৯ টাকা। এই থালিতে থাকছে ভাত, নারকেল দিয়ে কচুবাটা, সোনামুগ ডাল, কুমড়া ফুলের বড়া, পাবদা মাছের ঝোল, তপসে মাছভাজা, রসগোল্লা, নাড়ু, সন্দেশসহ আরও অনেক কিছু।
এই থালিটি নিরামিষ। সবজিপ্রেমী ও নিরামিষপ্রিয়দের কথা মাথায় রেখেই সাজানো হয়েছে এই থালি। এতে রয়েছে নানা রকম সবজির পদ। এতে থাকছে ভাত, নানা রকম ভর্তা, ভাজি, পনির বাটার মাসালা, পাটিসাপটা পিঠা, নাড়ু, সন্দেশ ইত্যাদি। মূল্য ৫৯৯ টাকা।
যারা কম খেতে পছন্দ করেন, তাঁদের জন্যই এই থালি। এতে থাকছে লুচি, আলুর দম, ডাল বাটার ফ্রাই, মাটন পায়া, পাটিসাপটা, সন্দেশ, নাড়ু, দই। মূল্য ৪৪৯ টাকা।
এই তিন থালি ছাড়াও থাকবে রেগুলার মেনু। যেখান থেকে পেয়ে যাবেন আপনার পছন্দের খাবার।
ঠিকানা: গ্রিন রিজেন্সি, হাউস ৩৪ (২য় তলা)। রোড ১০, ব্লক ডি, বনানী, ঢাকা।