সম্প্রতি অনুষ্ঠিত ঢাকা ফ্লো-র এবারের আয়োজনে বিশেষভাবে নজর কাড়ে ডিজাইনার হুমায়রা খানের সাসটেইনেবল ফ্যাশন শো। সাসটেইনেবল বা টেকসই ফ্যাশন বর্তমান ফ্যাশন জগতে খুব জনপ্রিয় একটি ধারণা হিসেবে প্রতিষ্ঠিত। এ ধারণার মূলকথা হচ্ছে এমন ফ্যাশন ট্রেন্ড ও পণ্য তৈরি করা যা পরিবেশ ও মানুষ উভয়ের জন্যই কল্যাণের।
এই সাসটেইনেবল ফ্যাশনকে প্রাধান্য দিয়েই ফ্যাশন শো করলেন হুমায়রা খান। তিনি বলেন, ‘আমাদের এই ফ্যাশন শোতে মূল ধারার মডেলদের পরিবর্তে র্যাম্পে অংশ নিয়েছেন কর্মজীবী নারীরা। পারিবারিক জীবনের বাইরে যাদের রয়েছে নিজস্ব ও স্বকীয় পরিচয়।
ফ্যাশন ডিজাইনর হিসেবে দীর্ঘ সময় ধরে কাজ করছেন হুমায়রা খান। নিজের ফ্যাশন ব্র্যান্ড ‘আনোখি’র মাধ্যমে শুরু হয় পথ চলা। ধীরে ধীরে জন্ম হয় ব্র্যান্ড ‘আনিকিনি’। এরপর স্বনামে প্রতিষ্ঠা করেন নিজের ডিজাইনার লেবেল ‘হুমায়রা খান’। এই ফ্যাশন শো এর মাধ্যমে ব্র্যান্ডটি তাদের সাসটেইনেবল কালেকশন উপস্থাপন করেন।
হুমায়রা খান আরও বলেন, ‘এই ফ্যাশন শো-র মূল কথা হচ্ছে, তুমি যা, তাই-ই ফ্যাশন। একজন মানুষ একটি নির্দিষ্ট ঘরানার পোশাক পরেছে বলে সে স্টাইলিস্ট, এমন মোটেই নয়। পোশাকটি তার পরিচয় নয়, বরং সে নিজে যা তা-ই তার আসল পরিচয়। পোশাক তার প্রকাশ মাত্র’।
শো-এ যেসব পোশাক উপস্থাপন করা হয়েছে। তার সবই পুরোনো পোশাক বা তার অংশ। কিছু পোশাক জুট কটনে তৈরি। পোশাক অলংকরণ ব্যবহার করা হয়েছে ট্যাসেল, বাটন লুপ ডিটেইলিং, এমব্রয়ডারি ও ব্লক-প্রিন্ট। ট্র্যাডিশনাল নকশার সঙ্গে মডার্ন নকশার এক সুন্দর মিশেল ঘটেছে প্রতিটি পোশাকে। শুধু জামা নয়, প্যান্ট গুলোও তৈরি হয়েছে একই কাপড় ও নকশায়।
ছবি: হুমায়রা খান