ঢাকা রিজেন্সিতে মা দিবস: মায়ের জন্য থাকছে বিশেষ কেক ও আকর্ষণীয় অফার
শেয়ার করুন
ফলো করুন

মাকে নিয়ে কাটানো সময়কে আরও বিশেষ করে তুলতে হোটেলটি দিচ্ছে ‘ক্যান্ডেল লাইট ডিনার ডেট উইথ মম’ - যেখানে মাত্র ৬৬৬৬ টাকা নেট মূল্যে অতিথিরা উপভোগ করতে পারবেন এক সন্ধ্যা জুড়ে উষ্ণ আলো, হৃদয়ছোঁয়া খাবার এবং মায়ের সঙ্গে মধুর স্মৃতিচারণার সুযোগ।

তাছাড়া, জনপ্রিয় গ্র্যান্ডিওস রেস্টুরেন্টের গ্র্যান্ড বুফে ডিনার থাকছে ৫৫৫৫ টাকায়। যেখানে মায়েদের জন্য থাকছে ৫০% ছাড়। এ আয়োজনের মূল উদ্দেশ্য, মাকে রাজকীয় আপ্যায়নের মাধ্যমে সম্মান জানানো।

মা দিবস উপলক্ষে হোটেলটি চালু করেছে একটি বিশেষ কনটেস্টও - “Win a Mother’s Day Special Cake”। এতে অংশ নিতে চাইলে, শুধু ঢাকা রিজেন্সির ফেসবুক পেজের মা দিবস পোস্টে নিজের মা’কে ট্যাগ অথবা মেনশন করলেই হবে। নির্বাচিত বিজয়ী তার মায়ের জন্য জিততে পারবেন একটি বিশেষ কেক। যা হবে তার হাসির মতোই মিষ্টি এক উপহার।

বিজ্ঞাপন

এছাড়াও, কর্মজীবী মাদেরও সম্মান জানাচ্ছে ঢাকা রিজেন্সি। যারা পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি মাতৃত্বের দায়িত্বও দক্ষতার সঙ্গে পালন করছেন, তাদের প্রতি এই দিনে জানানো হচ্ছে কৃতজ্ঞতা ও শ্রদ্ধা।

মায়ের জন্য ভালোবাসা প্রকাশের এ আয়োজন নিঃসন্দেহে হতে পারে আপনার মায়ের জন্য বিশেষ। ঢাকার ব্যস্ত জীবনের মাঝে এমন একটি হৃদয়গ্রাহী আয়োজন সব সন্তানকেই মাকে নিয়ে কিছু বিশেষ মুহূর্ত কাটাতে উৎসাহিত করবে।

ছবি: ঢাকা রিজেন্সি

বিজ্ঞাপন
প্রকাশ: ০৯ মে ২০২৫, ১০: ০০
বিজ্ঞাপন