খেলাধুলার পণ্য নিয়ে বিশেষ ক্যাম্পেইন
শেয়ার করুন
ফলো করুন

১০ দিনের এই ‘দশে দশ’ ক্যাম্পেইনে ক্রীড়াপ্রেমীরা পাবেন ১০টি বিশেষ অফার। আয়োজকদের মতে ক্রীড়া জগতে দশ সংখ্যাটির রয়েছে বিশেষ তাৎপর্য। এই আয়োজনে ক্রেতারা পাবেন দারুণ সব মূল্যছাড় থেকে শুরু করে আকর্ষণীয় নানা উপহার। পাশাপাশি থাকছে খেলাধুলার চমৎকার সব পণ্য কেনার সেরা সুযোগও।

প্যাভিলিয়ন ৩৬০ লিমিটেডের একটি উদ্যোগ সুইং বাংলাদেশে। খেলার বিভিন্ন উপকরণ, খেলা সংক্রান্ত পোশাক ও অন্যান্য পণ্য পাওয়া যায় এই ই-কমার্স সাইটে। ভালো মানের ক্রীড়াপণ্যের সহলভ্যতার জন্য ই-কমার্স সাইটটি মানুষের কাছে দ্রুত জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য হয়ে উঠছে বলে জানায় প্রতিষ্ঠানটি।

বিজ্ঞাপন

‘দশে দশ’ ক্যাম্পেইনে রয়েছে বিশ কিছু অফার। যার মধ্যে এমভিপি ডিল, যেখানে ৯৯৯ বা এর চেয়ে বেশি টাকার পণ্য কিনলে পাওয়া যাবে স্মার্টফোন, স্মার্টওয়াচ, নেক ব্যান্ড, পাওয়ার ব্যাংকসহ  আকর্ষণীয় গিফট ভাউচার। অন্যান্য ডিলগুলির মধ্যে রয়েছে গুগলি ডিল, ১০টি রহস্য বক্স, হ্যাটট্রিক ডিল (২টি কিনলে ১টি ফ্রি) ও পাওয়ারপ্লে আওয়ার (সীমিত সময়ের ফ্ল্যাশ সেল) ইত্যাদি।

প্যাভিলিয়ন ৩৬০ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মি. প্রিয়ম মজুমদার জানান, ‘সুইংকে ক্রীড়াপ্রেমীদের জন্য প্রধান গন্তব্য হিসেবে গড়ে তুলতে চাই আমরা। আমাদের লক্ষ্য হলো ভোক্তাদের জন্য সেরা মানের ক্রীড়াপণ্য নিয়ে আসা। ‘দশে দশ’ হলো আমাদের গ্রাহকদের সেরা পণ্যের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার একটি উপায়। এবং একই সঙ্গে ক্রীড়াবান্ধব সবাইকে এক ছাতার নিচে নিয়ে আসা।’

ছবি: সুইং

বিজ্ঞাপন
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৪, ১০: ০০
বিজ্ঞাপন