লা রিভের তৃতীয় বৃহত্তর ফ্ল্যাগশিপ স্টোর এবার ঢাকার সায়েন্স ল্যাব এলাকায়
শেয়ার করুন
ফলো করুন

দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড লা রিভ উদ্বোধন করল তাদের তৃতীয় বৃহত্তর ফ্ল্যাগশিপ স্টোর। ঢাকার অন্যতম ব্যস্ত ও কেন্দ্রীয় এলাকা সায়েন্স ল্যাব মোড়, প্লট নম্বর–২৮/এ, হোল্ডিং নম্বর–১, ধানমন্ডি–২–এ উৎসবমুখর পরিবেশে ফ্ল্যাগশিপটি উদ্বোধন করা হয়।

উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন লা রিভের প্রধান নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস, লা রিভ গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম রেজাউল হাসান, ব্র্যান্ড ডিজাইনার, সহকর্মী, ক্রেতা, শুভানুধ্যায়ী ও অতিথিরা।

লা রিভের প্রধান নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস বলেন, ‘গ্রাহকদের ভালোবাসা ও চাহিদা থেকেই আমরা ধানমন্ডি এলাকায় আরও বড় পরিসরে ফ্ল্যাগশিপ স্টোরটি চালু করেছি। তিনতলার এই নতুন স্টোরটি দেখতে যেমন চমকপ্রদ, তেমনি ভেতরে ঢুকলেই মিলবে ফ্যাশন আর আরামদায়ক পরিবেশের অসাধারণ মিশেল। আমরা চেয়েছি এমন একটি জায়গা তৈরি করতে, যেখানে গ্রাহকেরা শুধু কেনাকাটাই করবেন না; বরং প্রতিদিনের লাইফস্টাইল ট্রেন্ডও উপভোগ করবেন তাঁদের মতো করে। শপিং যেন শুধুই কেনাকাটা না হয়ে একধরনের আনন্দময় অভিজ্ঞতা হয়ে ওঠে, এ লক্ষ্যেই এই নতুন স্টোরের পরিকল্পনা।’

বিজ্ঞাপন

মন্নুজান নার্গিস আরও বলেন, ‘আমাদের কাছে পোশাক শুধু ফ্যাশনের বিষয় নয়, এটা আত্মবিশ্বাসের, নিজেকে প্রকাশের একটা শক্তিশালী মাধ্যম। আমরা সব সময় এমন কিছু ডিজাইন করতে চেষ্টা করি, যা একজন মানুষকে তার নিজের মতো গড়ে তুলতে সাহায্য করে। এই নতুন স্টোরের প্রতিটি কোণে আমরা সেই ভাবনাটাকেই বড় করে তুলে ধরেছি, যাতে একজন ক্রেতা শুধু কেনাকাটা নয়; বরং একটা আরামদায়ক, আত্মঘনিষ্ঠ ও অনুপ্রেরণামূলক অভিজ্ঞতা পান।’

নতুন এই ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধনের আনন্দ ভাগাভাগি করতেলা রিভ দিয়েছে বিশেষ অফার। উদ্বোধনের দিনে (৩ জুলাই ২০২৫) তিন হাজার টাকার কেনাকাটায় থাকছে ৩০ শতাংশ ছাড়। আর ৪ থেকে ৬ জুলাই পর্যন্ত একবারে পাঁচ হাজার টাকা বা তার বেশি কেনাকাটায় পাওয়া যাবে ২৬ শতাংশ ছাড়।

লা রিভের ডিজাইন ও ক্রিয়েটিভ হেড ইশ্কে জাবীন জানান , নতুন এই স্টোরে এখন চলমান রয়েছে সামার কালেকশন, রেইনি ডে কিউরেশন ও এক্সক্লুসিভ নার্গিসাস কালেকশন। প্রতিটি বিভাগে মিলছে আরাম, আধুনিকতা ও ফ্যাশনের চমৎকার মিশেল। নারী, পুরুষ, কিশোর ও শিশুদের জন্য থাকছে ট্রেন্ডি স্টাইল, ঋতু উপযোগী কাপড় আর রঙের বৈচিত্র্য।মেয়েদের কালেকশনে প্রিন্টে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে । অন্যদিকে ছেলেদের পোশাকে গুরুত্ব পেয়েছে মিনিমাল নকশা আর সলিড রং ।

নতুন স্টোরটি লা রিভের ২৬তম ঠিকানা, যেখানে শুধু পোশাকই নয়, পাওয়া যাবে দৃষ্টিনন্দন হোম ডেকোর ও লাইফস্টাইল অ্যাকসেসরিজের সংগ্রহও। এই স্টোরে শপিংয়ের অভিজ্ঞতা শুধু কেনাকাটার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এখানে প্রতিটি বিভাগে খুঁজে পাওয়া যাবে জীবনধারার সঙ্গে মিলিয়ে নেওয়া নতুন স্টাইল ও স্বাচ্ছন্দ্য। যাঁরা ঘরে বসে অনলাইনে শপিং করতে চান, তাঁদের জন্য www.lerevecraze.com ওয়েবসাইটে রয়েছে সহজ ও নির্ভরযোগ্য অনলাইন শপিংয়ের সুবিধা। বিস্তারিত দেখতে ব্রাউজ করুন https://www.facebook.com/lerevecraze

ছবি: লা রিভ

বিজ্ঞাপন
প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ১১: ৫৯
বিজ্ঞাপন