বাংলার রসনাবিলাস বাফেট সাজানো হয়েছে বাঙালির প্রিয় সব খাবারের সমাহারে। অতিথিরা উপভোগ করতে পারবেন শর্ষে ইলিশ, চিংড়ির মালাইকারি, কাচ্চি বিরিয়ানি, লুচি, নিরামিষ খিচুড়ি, ডাল, ভর্তা, মাছের বিভিন্ন পদ ছাড়াও থাকছে অন্য অনেক সুস্বাদু খাবার। আর শেষ পাতে বৈচিত্র্যময় সব মিষ্টির।
এই বাফেট আয়োজন ১০ থেকে ১৩ অক্টোবর প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত চলবে। অতিথিদের জন্য বিশেষ অফারও আছে বিভিন্ন ব্যাংকের কার্ড মেম্বারদের জন্য। একটা নিলে আরেকটি পাবেন বিনা মূল্যে।
এ ছাড়া র্যাফল ড্র বিজয়ীদের জন্য নোভো এয়ারের সৌজন্যে আছে ঢাকা-কক্সবাজার-ঢাকা ও ঢাকা-সিলেট-ঢাকা কাপল এয়ার টিকিট। বাফেটের টেবিল রিজার্ভ করতে আগ্রহী অতিথিরা হোটেলের ওয়েবসাইট অথবা সরাসরি ফোনে (০১৩২৪৭১৭০২৫–২৬) বুকিং করতে পারবেন।
ছবি: হলিডে ইন ঢাকা সিটি সেন্টার