আর্কার তৃতীয় দিনে মার্কেটপ্লেস, সেমিনার আর ফ্যাশন শোয়ের টানে খুব জমেছে ভীড়
শেয়ার করুন
ফলো করুন

আজ ১৫ ই জুন , আর্কা ফ্যাশন উইক পৌঁছে গেছে আয়োজনের প্রায় শেষ প্রান্তে। তাই ক্রমাগত বাড়ছে মানুষের উপচে পড়া ভীড়। আজ ৩য় দিনেও ফ্যাশনপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে ছিল মার্কেটপ্লেস। তবে গঠনমূলক ও তথ্যসমৃদ্ধ দু দুটি সেমিনার পুরো আয়োজনটিকে দিয়েছে এক নতুন মাত্রা। সেই সঙ্গে ছিল চারটি কিউয়ের সমন্বয়ে আয়োজিত বর্ণিল ফ্যাশন শো।

প্রচুর লোক হয়েছে আজ আর্কায়
প্রচুর লোক হয়েছে আজ আর্কায়
ফুড কোর্টেও ভীড়
ফুড কোর্টেও ভীড়
বেচাকেনা চলছে মার্কেটপ্লেসে
বেচাকেনা চলছে মার্কেটপ্লেসে

বিগত দুই দিনের মতো আজও সকাল থেকেই জমছিল আর্কা ফ্যাশন উইকের আসর। বেলা গড়াতে না গড়াতেই বাড়তে থাকে মানুষের ভীড়। বিকেলের দিকটায় যেন তিল ধারণেরও জায়গা ছিল না। থ্রিফট স্টোর গুলোর প্রতি আজ মানুষের বিশেষ আগ্রহ ছিল বলা চলে। মানুষ বেশি জড়ো হয়েছিল টোকাই, উড়ুক্কু ,মোহিতর পসরায়। এবারের আয়োজনে ক্রেতাদের আলোচনার শীর্ষে আছে ক্লে জুয়েলারির স্টলগুলো। ক্লে দিয়ে বানানো গয়নার দেখা মিলছে উড়ন্ত আরশোলা,অংকন,নয়া ,অস্তিত্বর স্টলে।

বিজ্ঞাপন

দুপুর তিনটায় ছিল পরপর দুটি তথ্যসমৃদ্ধ ও গঠনমূলক আলোচনা সভা। আর্কা স্টুডিওর প্রতিষ্ঠাতা আসাদ সাত্তারের মডারেশনে প্রথমে দ্য নিউ ভ্যানগার্ড : বাংলাদেশের আরএমজি সেক্টরে নেক্সট জেন ক্ষমতায়ন শীর্ষক সেমিনারটি সম্পন্ন হয়। এতে বাংলাদেশে রিটেইলং বিজনেস, মার্কেট স্ট্রাটেজি, রিটেলিং মার্কেটের সম্ভাবনা, চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন ব্লুচিজ আউটফিটারের প্রতিষ্ঠাতা মোহাম্মদ কামরুজ্জামান, এভিন্স গ্রুপের পরিচালক শাহ রায়িদ চৌধুরী, আমিরার ব্যবস্থাপনা পরিচালক জয়নব মাকসুদ ও বিজিএমইএ এর ডিরেক্টর আবরার সায়েম।

সেমিনারের প্রথম সেশন
সেমিনারের প্রথম সেশন
এরপর আলোচনা সভার দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয়
এরপর আলোচনা সভার দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয়

দ্বিতীয় অংশে অভিজ্ঞ ফ্যাশন সাংবাদিক ও হেরিটেজ টেক্সটাইল বিশেষজ্ঞ শেখ সাইফুর রহমানের মডারেশনে ফ্যাশন ফরোয়ার্ড: বাংলাদেশের ফ্যাশন শিক্ষার ভবিষ্যৎ গঠন শীর্ষক সেমিনারে বাংলাদেশের ফ্যাশনশিক্ষা ক্ষেত্রের অগ্রগতি সম্পর্কে গঠনমূলক আলোচনা হয়। এখানে আলোচক হিসেবে ছিলেন দেশ গ্রুপ অব কোম্পানিজের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর বিদ্যা অমৃত খান ও বিইউএফটির সহ উপাচার্য অধ্যাপক ডক্টর আইয়ুব নবী খান, ফ্যাশন ডিজাইনার ও ডিজাইন ইন বাংলাদেশ ফাউন্ডেশনের রুকাইয়া আহমেদ পূর্ণা ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলের ডিরেক্টর এক্সটার্নাল ডক্টর আব্বাসউদ্দীন।

বিজ্ঞাপন

দিন শেষে বর্ণিল ফ্যাশন শোটি ছিল সবার আকর্ষণের কেন্দ্রে। ওয়ান থাউজেন্ড পোয়েটস, ট্রাইডস কো, ট্রাইডস ফ্যাশনওয়্যার, বিডি ক্লথিং, টেপার্ড, তান,আর রহমান ও আর্কা স্টুডিও প্রডাকশন আমি র কালেকশন প্রদর্শিত হয় এখানে।

ফ্যাশন শো ছিল অন্যতম প্রধান আকর্ষণ
ফ্যাশন শো ছিল অন্যতম প্রধান আকর্ষণ

সবশেষে গানে গানে মঞ্চ মাতালেন সবার একান্ত প্রিয় গোলাপ খ্যাত ব্যান্ড ইন্দালো। উল্লেখ্য, দেশের অন্যতম প্রধান ফ্যাশন ও লাইফস্টাইল ওয়েবপোর্টাল হাল ফ্যাশন রয়েছে এই আর্কা ফ্যাশন উইকে সামার ২৪-এর পুরো আয়োজনের স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে।

ছবি: আশিকুর রহমান

প্রকাশ: ১৫ জুন ২০২৪, ১৯: ৩৮
বিজ্ঞাপন