সৃজনে শিকড়ের সন্ধান: ডালাসে প্রবাসী বাঙালিদের আত্মপরিচয়ের উৎসব
শেয়ার করুন
ফলো করুন

ডালাসে অনুষ্ঠেয় এ বছর উৎসবের পরিধি আরও বিস্তৃত। কেবল সিনেমা নয়, এবার থাকছে বাংলা সংস্কৃতির রং, রূপ ও সূক্ষ্ম কারুকাজ—‘নকশিকাঁথার ছবি’ শিরোনামে বিশেষ ফ্যাশন শো ও পোশাক প্রদর্শনী।

বিজ্ঞাপন

নকশিকাঁথার ছবি: ফ্যাশনে বাংলার ঐতিহ্য

কে ক্র্যাফট
কে ক্র্যাফট
সাদা কালো
সাদা কালো

উৎসবের অন্যতম বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ‘নকশিকাঁথার ছবি’ নামে ফ্যাশন শো ও পোশাক প্রদর্শনী, যা বাংলার ঐতিহ্যবাহী সুচিশিল্পকে আধুনিক ফ্যাশনের ভাষায় তুলে ধরবে। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের খ্যাতনামা ১১ জন ডিজাইনার ও ফ্যাশন লেবেল এতে অংশ নিচ্ছেন।

বিজ্ঞাপন

বাংলাদেশ থেকে যাঁরা অংশ নিচ্ছেন

দেশাল
দেশাল
বিবিয়ানা
বিবিয়ানা

খালিদ মাহমুদ খান (কে ক্র্যাফট), তাহসিনা শাহীন (সাদাকালো), লিপি খন্দকার (বিবিয়ানা), কনক আদিত্য (দেশাল), ফারজানা রিপা (সিগনেট), মাধুরী সঞ্চিতা (ঋ), আফরোজা আজিজ মুন্নি (রঙরেজিনী) ও আমিনুল ইসলাম (বাংলা সেলাই)। অন্যদিকে পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধিত্ব করছেন মহামায়া শিকদার (রানিং স্টিচ), ডালিয়া মিত্র (দশভুজা) ও পাপড়ি বসাক (সাদাফ ডিজাইন)।

ঋ
সিগনেট
সিগনেট
রানিং স্টিজ
রানিং স্টিজ

এ আয়োজনের কিউরেটর হিসেবে থাকছেন বাংলাদেশের সুপরিচিত ফ্যাশন ডিজাইনার ও সাদাকালোর ফ্যাশন পরিচালক তাহসীনা শাহীন। তিনি বলেন, শিল্পভাষায় নকশিকাঁথার সূক্ষ্মতা, বর্ণ ও বুননের গল্প ফুটে উঠবে আধুনিক ফ্যাশনের পরতে পরতে, যা বাংলা সংস্কৃতির শিকড়কে বিশ্বমঞ্চে তুলে ধরবে নতুন দৃষ্টিভঙ্গিতে।

চলচ্চিত্রের আয়োজন

তিন দিনব্যাপী এ উৎসবে প্রদর্শিত হবে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের নির্বাচিত ও পুরস্কারপ্রাপ্ত পূর্ণ ও স্বল্পদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র। সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক পটভূমিতে নির্মিত এসব ছায়াছবি বাংলা চলচ্চিত্রের গভীরতা ও বৈচিত্র্য তুলে ধরবে। রেড কার্পেটে উপস্থিত থাকবেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী, প্রখ্যাত পরিচালক ও প্রযোজকেরা, যা প্রবাসে বসবাসকারী বাঙালিদের জন্য হয়ে উঠবে এক স্মরণীয় মুহূর্ত।

প্রবাসীদের জন্য এক আত্মপরিচয়ের উৎসব

দশভূজা
দশভূজা
বাংলা সেলাই
বাংলা সেলাই

ডালাসের প্রবাসী বাংলাভাষীদের কাছে এ উৎসব শুধু একটি বিনোদনের আয়োজন নয়; বরং সাংস্কৃতিক মানচিত্র; যেখানে সিনেমার গল্পে, সুচের কারুকাজে এবং ঐতিহ্যের মধ্যে খুঁজে পাওয়া যাবে নিজেদের শিকড়, ইতিহাস ও আত্মপরিচয়।

সাদাফ ডিজাইন
সাদাফ ডিজাইন
রঙরেজিনী
রঙরেজিনী

উৎসবের প্রতিটি পর্বেই থাকবে বাংলার গৌরবময় সংস্কৃতির প্রতি ভালোবাসা ও সম্মান, যা প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দেবে আমাদের সাহিত্য, ফ্যাশন ও চলচ্চিত্রের ঐতিহ্য।
আরও বিস্তারিত জানতে ও অংশগ্রহণের জন্য ভিজিট করতে পারেন উৎসবের ওয়েবসাইটে: www.srijonerhut.com

ছবি: আয়োজক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ০৬: ১১
বিজ্ঞাপন