ডালাসে অনুষ্ঠেয় এ বছর উৎসবের পরিধি আরও বিস্তৃত। কেবল সিনেমা নয়, এবার থাকছে বাংলা সংস্কৃতির রং, রূপ ও সূক্ষ্ম কারুকাজ—‘নকশিকাঁথার ছবি’ শিরোনামে বিশেষ ফ্যাশন শো ও পোশাক প্রদর্শনী।
উৎসবের অন্যতম বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ‘নকশিকাঁথার ছবি’ নামে ফ্যাশন শো ও পোশাক প্রদর্শনী, যা বাংলার ঐতিহ্যবাহী সুচিশিল্পকে আধুনিক ফ্যাশনের ভাষায় তুলে ধরবে। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের খ্যাতনামা ১১ জন ডিজাইনার ও ফ্যাশন লেবেল এতে অংশ নিচ্ছেন।
খালিদ মাহমুদ খান (কে ক্র্যাফট), তাহসিনা শাহীন (সাদাকালো), লিপি খন্দকার (বিবিয়ানা), কনক আদিত্য (দেশাল), ফারজানা রিপা (সিগনেট), মাধুরী সঞ্চিতা (ঋ), আফরোজা আজিজ মুন্নি (রঙরেজিনী) ও আমিনুল ইসলাম (বাংলা সেলাই)। অন্যদিকে পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধিত্ব করছেন মহামায়া শিকদার (রানিং স্টিচ), ডালিয়া মিত্র (দশভুজা) ও পাপড়ি বসাক (সাদাফ ডিজাইন)।
এ আয়োজনের কিউরেটর হিসেবে থাকছেন বাংলাদেশের সুপরিচিত ফ্যাশন ডিজাইনার ও সাদাকালোর ফ্যাশন পরিচালক তাহসীনা শাহীন। তিনি বলেন, শিল্পভাষায় নকশিকাঁথার সূক্ষ্মতা, বর্ণ ও বুননের গল্প ফুটে উঠবে আধুনিক ফ্যাশনের পরতে পরতে, যা বাংলা সংস্কৃতির শিকড়কে বিশ্বমঞ্চে তুলে ধরবে নতুন দৃষ্টিভঙ্গিতে।
তিন দিনব্যাপী এ উৎসবে প্রদর্শিত হবে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের নির্বাচিত ও পুরস্কারপ্রাপ্ত পূর্ণ ও স্বল্পদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র। সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক পটভূমিতে নির্মিত এসব ছায়াছবি বাংলা চলচ্চিত্রের গভীরতা ও বৈচিত্র্য তুলে ধরবে। রেড কার্পেটে উপস্থিত থাকবেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী, প্রখ্যাত পরিচালক ও প্রযোজকেরা, যা প্রবাসে বসবাসকারী বাঙালিদের জন্য হয়ে উঠবে এক স্মরণীয় মুহূর্ত।
ডালাসের প্রবাসী বাংলাভাষীদের কাছে এ উৎসব শুধু একটি বিনোদনের আয়োজন নয়; বরং সাংস্কৃতিক মানচিত্র; যেখানে সিনেমার গল্পে, সুচের কারুকাজে এবং ঐতিহ্যের মধ্যে খুঁজে পাওয়া যাবে নিজেদের শিকড়, ইতিহাস ও আত্মপরিচয়।
উৎসবের প্রতিটি পর্বেই থাকবে বাংলার গৌরবময় সংস্কৃতির প্রতি ভালোবাসা ও সম্মান, যা প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দেবে আমাদের সাহিত্য, ফ্যাশন ও চলচ্চিত্রের ঐতিহ্য।
আরও বিস্তারিত জানতে ও অংশগ্রহণের জন্য ভিজিট করতে পারেন উৎসবের ওয়েবসাইটে: www.srijonerhut.com
ছবি: আয়োজক