এ আয়োজনে মহিলাদের স্তন-সম্পর্কিত বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রদানে একটি বিশেষায়িত ব্রেস্ট ক্লিনিক উদ্বোধন করে এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রাম। এ ক্লিনিকে ম্যামোগ্রাম, বায়োপসির মতো বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা, অভিজ্ঞ স্তন সার্জন ও অনকোলজিস্টদের সঙ্গে পরামর্শ এবং সার্জিক্যাল, নন-সার্জিক্যালসহ বিভিন্ন চিকিৎসাসেবা প্রদান করা হবে।
এভারকেয়ার ব্রেস্ট ক্লিনিক প্রতি বুধবার বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। এ ছাড়া সমাজের সবার জন্য নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে এভারকেয়ার হাসপাতালের রয়েছে বিভিন্ন বিশেষায়িত ক্লিনিক। ডায়াবেটিক রোগীদের পায়ের যত্ন নিশ্চিতে রয়েছে ডায়াবেটিক ফুট ক্লিনিক, শ্বাসযন্ত্রের যত্নে রয়েছে হাঁপানি ও সিওপিডি ক্লিনিক এবং জয়েন্টের অবস্থা নির্ণয় ও চিকিৎসায় রয়েছে জয়েন্টস ক্লিনিক। এসব বিশেষায়িত ক্লিনিক উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতে এভারকেয়ারের প্রতিশ্রুতিকেই নির্দেশ করে।
এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামের সিওও সামীর সিং বলেন, ‘সমাজে উন্নত স্বাস্থ্যসেবা প্রদানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের বিদ্যমান ক্লিনিকগুলোর পাশাপাশি এভারকেয়ার ব্রেস্ট ক্লিনিক চালু করা মানুষের প্রতি আমাদের এ প্রতিশ্রুতিকেই প্রতিফলন করে।’
বিশেষায়িত ক্লিনিক চালু করার পাশাপাশি নানা ধরনের সচেতনতামূলক কর্মসূচি আয়োজনের মাধ্যমে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা ও উন্নত স্বাস্থ্যসেবা প্রদানের ধারা অব্যাহত রাখছে এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রাম। এ উদ্যোগগুলোর ফলে ব্যক্তিরা স্বাস্থ্যকে অগ্রাধিকার দিতে এবং সময়মতো সিদ্ধান্ত গ্রহণে সচেতন হতে পারেন।