১ অক্টোবর ২০২৪, মঙ্গলবার বিকেলে ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আইডিএলসি ফাইন্যান্সের পৃষ্ঠপোষকতায়, প্রথম আলোর আয়োজনে অনুষ্ঠিত হলো এসএমই পুরস্কার ২০২৩। এবছরের এই আনন্দঘন ও বর্ণাঢ্য আয়োজনে বিভিন্ন ক্ষেত্রে অভিনব উদ্যোগের জন্য ৭ সৃজনশীল উদ্যোক্তাকে পুরস্কৃত করা হয়।
আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ,বানিজ্য আর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন আইডিএলসি ফাইন্যান্স পিএলসি এর সিইও ও ব্যবস্থাপনা পরিচালক এম জামাল উদ্দিন ও প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন প্রথম আলোর ডিজিটাল ট্রান্সফরমেশন, যুব কার্যক্রম ও ইভেন্টের প্রধান সমন্বয়কারী মুনির হাসান। আয়োজকদের কাছ থেকে জানা গেল, প্রাথমিকভাবে ১৫৭৬ টি মনোনয়ন জমা পড়ে এই পুরস্কারের জন্য। সেখান থেকে জুরি বোর্ডের মাধ্যমে যাচাই বাছাই করে চূড়ান্তভাবে ৭জনকে পুরস্কৃত করা হয়। জুরি বোর্ডে ছিলেন সভাপতি হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) এর অধ্যাপক ড. মেলিতা মেহজাবিন। এছাড়া এখানে সদস্য হিসেবে বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির সভাপতি আবদুর রাজ্জাক, এসএমই ফাউন্ডেশন এর মহাব্যবস্থাপক ফারজানা খান, ক্রিয়েশন প্রাইভেট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মো. রাশেদুল করিম মুন্না, মাস্টার র্যাকস অ্যান্ড ফার্নিচার এর ব্যবস্থাপনা পরিচালক আল-মামুন (আইডিএলসি প্রথম আলো এসএমই পুরস্কার ২০২২ বিজয়ী)।
স্বাগত বক্তব্যে এইডিএলসি ফাইন্যান্স পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক এম জামাল উদ্দিন বলেন, ২০০৬ সালে আইডিএলসি এসএমই ডিভিশন নিয়ে কাজ শুরু করে। তখন ১০ কোটি টাকা তোলা হলেই অনেক বড় কিছু মনে করা হতো। কিন্তু ২০২৪ এ এসে সেই অংকটি ৪০০ কোটিতে এসে ঠেকেছে। তিনি আরও বলেন, এর পুরো কৃতিত্ব ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের। তাঁর বয়ানে, যদিও পাশের অনেকে দেশের চেয়ে এই লভ্যাংশ অনেক কম, তবে আমরা আশাবাদী।
জুরি বোর্ডের সভাপতি মেলিতা মেহজাবিন বলেন, প্রথম আলো ও আইডিএলসির মতো অন্যান্য প্রতিষ্ঠানগুলো পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসলে উদ্যোক্তারা কাজে উৎসাহ পাবেন, এই অর্থায়ন তাঁদের কাজের মান বৃদ্ধি করবে আর সর্বোপরি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে।
আয়োজনের প্রধান অতিথি অর্থ,বানিজ্য আর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন- ইনক্লুসিভ ডেভলপমেন্ট বা সমতাভিত্তিক উন্নয়নের জন্য এসএমইর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। সেজন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার ও পর্যাপ্ত শিক্ষার বিকল্প নেই।
প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, যেকোনো প্রতিবন্ধকতা ও প্রতিকূলতার বিপরীতে দাঁড়িয়ে ইতিবাচক আয়োজন প্রথম আলো সবসময়ই করে যাচ্ছে। দেশের তরুণদেরই প্ল্যাটফর্ম গড়ে দেবে এই এসএমই পুরষ্কার।
উল্লেখ্য, এবারে পাঁচজনকে এসএমই পুরস্কার দেওয়া হয় আর দুইজন পেয়েছেন বিশেষ সম্মাননা পুরস্কার। তাঁরা হলেন, প্রযুক্তিতে এ আর কমিউনিকেশনস এর এম আসিফ রহমান, কৃষিতে স্কাইফ্লোরা লিমিটেড এর সাজিদ খান, রপ্তানি শিল্পখাতে অপরাজেয় লিমিটেড এর কাজী মো. মনির হোসেন ও মুনিয়া জামান, উৎপাদন শিল্পক্ষেত্রে সেইফ ট্রেডিং কর্পোরেশন (সতেজ) এর মো. মোস্তফা কামাল, নারী উদ্যোক্তা ক্যাটাগরিতে রেড বিউটি স্টুডিও এন্ড স্যালন ও উজ্জ্বলা লিমিটেড এর আফরোজা পারভীন। সম্মানজনক স্বীকৃতি পেয়েছেন ইনোভেশন গ্যারেজ লিমিটেড এর এ এস.এম. আশিকুর রহমান আর রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং ওয়ার্কশপ এর মো. মাহমুদুন্নবী বিপ্লব কাঁকন।.
আয়োজনের শুরুতেই আইডিএলসি - এসএমই থিম সঙ্গীতের তালে তালে নৃত্য পরিবেশন করে সোহাগ ড্যান্স ট্রুপ এবং দেশাত্ববোধক গানে মনোজ্ঞ নৃত্য পরিবেশন করে নৃত্যনন্দন। পরিচালনা করেন শর্মিলী বন্দ্যোপাধ্যায়। এখানে পুরস্কারপ্রাপ্ত প্রত্যেককে দেয়া হয় উত্তরীয় ,ক্রেস্ট ও সার্টিফিকেট। সকলেই উচ্ছসিত করতালিতে অভিনন্দন জানান বিজয়ীদেরকে।
ছবি: প্রতিবেদক