খুঁতের বাড়িতে ‘অপার বাংলা’ মেলা
শেয়ার করুন
ফলো করুন

২৩ থেকে ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই বাংলার উদ্যোগে ‘খুঁত পরিবার মেলা’। তিন দিনের এ মেলায় অংশগ্রহণ করতে যাচ্ছে বাংলাদেশ আর ভারতের পশ্চিম বাংলার সৃজনশীল উদ্যোক্তারা। এপার আর ওপার—দুই বাংলা মিলে মেলার নাম দেওয়া হয়েছে ‘অপার বাংলা’। এই মিলনমেলা বসবে দেশীয় লাইফস্টাইল বুটিক খুঁতের বাড়িতে (বাড়ি ৩৬, রোড ৯ এ, ধানমন্ডি, ঢাকা ১২০৭), যেখানে উদ্যোক্তারা নিজেদের তৈরি পণ্য প্রদর্শন করবেন।

‘অপার বাংলা’ মেলায় থাকছেন খুঁতসহ দুই বাংলার ১৯ উদ্যোক্তা। রং, সুতা, কাপড়, গয়না, খাবার, গান ও আড্ডার এই মিলনমেলা সবার জন্য উন্মুক্ত। মেলা চলবে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত। দুই দেশের সৃজনশীল মানুষের মধ্যে বন্ধন তৈরি করতেই মূলত আয়োজন করা হয়েছে এ মেলার।

বিজ্ঞাপন
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১০: ০৮
বিজ্ঞাপন