ঢাকা রিজেন্সিতে ৬ দিনের টুরিজম ফেস্ট
শেয়ার করুন
ফলো করুন

দেশি-বিদেশি অতিথিদের নিয়ে জাঁকজমক আয়োজনে কেক কাটার মাধ্যমে বুধবার সন্ধ্যায় এই উৎসবের উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন ঢাকা রিজেন্সির এক্সিকিউটিভ ডিরেক্টর শাহিদ হামিদ ; ডিরেক্টর  মাহমুদ হাসান, আয়োজনের রিওয়ার্ড পার্টনার ইউএস বাংলা এয়ারলাইনসের জেনারেল ম্যানেজার কামরুল ইসলাম, নভো এয়ারলাইনসের মার্কেটিং অ্যান্ড সেলস ডিরেক্টর মেস-বাহ-উল-ইসলামসহ প্রতিষ্ঠানটির উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।

উৎসব উপলক্ষে হোটেলটির গ্রান্ডিওস রেস্টুরেন্টটি সাজানো হয়েছে নানা আড়ম্বর আয়োজনে। যেখানে রয়েছে বিভিন্ন দেশের মুখরোচক খাবারের সমারোহ। সঙ্গে থাকছে পরিবারসহ বন্ধু-বান্ধব ও প্রিয়জন সবার জন্য ‘ডাইন টু অ্যাট প্রাইজ অব ওয়ান’ অর্থাৎ একটি বুফের মূল্যে দুটি বুফে ডিনার উপভোগ করার সুযোগ।

এ ছাড়াও রয়েছে পরিবারসহ বুফে ব্রেকফাস্ট এবং বুফে ডিনার উপভোগ করার সুযোগ। ‘ডাইন অ্যান্ড স্টে’ অফার ও ‘হ্যাপি স্টে’ অফার; সঙ্গে বুফে ব্রেকফাস্ট।

বিজ্ঞাপন

টুরিজম ফেস্ট উপলক্ষে অতিথিদের জন্য থাকছে বাবল ফ্লেভার লাউঞ্জে বার্গার ও পিৎজাতে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার। গ্রুপ রিসারভেশনে বুফে ডিনারে ৪০ শতাংশ ডিসকাউন্ট, জিমে ৫০ শতাংশ ডিসকাউন্ট ও স্পাতে ২৫ শতাংশ ডিসকাউন্ট উপভোগের সুযোগ।

হোটেলটির লয়াল্টি প্রোগ্রাম ঢাকা রিজেন্সি প্রিমিয়ার ক্লাব মেম্বাররা পাচ্ছেন সব আউটলেটে মেম্বারশিপ সুবিধাসহ সব অফারে বাড়তি ছাড়।

ছবি: ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট

বিজ্ঞাপন
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১২: ০৫
বিজ্ঞাপন