বন্ধু দিবসের আয়োজনে রঙ বাংলাদেশ
শেয়ার করুন
ফলো করুন

‘পাশেই কারোর একখানা হাত ধরো, কাছেই কাউকে তোমার বন্ধু করো’—গায়ক কবীর সুমনের এই গান মনে করিয়ে দেয় আমাদের বন্ধুদের কথা। কিছু সম্পর্ক রক্তের না হলেও আত্মার। ঠিক যেমন বন্ধুত্ব। বন্ধু ছাড়া বন্ধুকে এতটা গভীরভাবে অন্য কেউ বোঝে না। আর এ বন্ধনকে অটুট রাখার উদ্দেশ্যেই বন্ধু দিবসে করা হয় নানা আয়োজন।

এ উপলক্ষে বন্ধুদের মধ্যে উপহার বিনিময় করা এখন একটি ট্রেন্ড বলা চলে। বন্ধুত্বের বন্ধনকে আরও গভীর, সীমাহীন করার প্রত্যাশায় দেশীয় ফ্যাশন ব্র্যান্ড রঙ বাংলাদেশের এবারের বন্ধু দিবসের আয়োজন থাকছে সব আউটলেট ও অনলাইনে।

বিজ্ঞাপন

বন্ধুকে উপহার দেওয়ার জন্য ব্র্যান্ডটির সংগ্রহে রয়েছে, বন্ধুকে নিয়ে গায়ক কবীর সুমনের গানের লিরিকস–সংবলিত টি-শার্ট ও মগ। এ ছাড়া নিয়মিত সংগ্রহে আছে শার্ট, পাঞ্জাবি, ফতুয়া, শাড়ি, থ্রি-পিস, সিঙ্গেল কামিজ, স্কার্ট-টপস, ওড়না, আনস্টিচড ড্রেস ও গিফট ভাউচার। রয়েছে স্বতন্ত্র ডিজাইনের গয়না, ব্যাগ ও বিভিন্ন অ্যাকসেসরিজ।

এ ছাড়া বন্ধুর জন্য কেনাকাটায় মগ ও টি-শার্ট কম্বো অফার থাকছে নির্দিষ্ট আউটলেট ও অনলাইনেও। টি-শার্ট ও মগ একত্রে কম্বো অফারে থাকছে ৩০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়। এ সময়ে ঘরে বসে কেনাকাটার জন্য রয়েছে ই-কমার্স সাইট www.rang-bd.com । সারা দেশের যেকোনো প্রান্তে অনলাইন অর্ডারে থাকছে ক্যাশ অন ডেলিভারি সুবিধাসহ হোম ডেলিভারি সুবিধা।

ছবি: রঙ বাংলাদেশ

বিজ্ঞাপন
প্রকাশ: ৩১ জুলাই ২০২৪, ০৬: ২৯
বিজ্ঞাপন