‘সারা-ঢেউ’–এর সব পণ্যে মূল্যছাড়
শেয়ার করুন
ফলো করুন

দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির বাজারে গুণগত মান বজায় রেখে বিক্রয়মূল্যকে আরও অধিক ক্রেতাসুলভ করে তোলার লক্ষ্য নিয়ে ‘সারা’ লাইফস্টাইল ঈদ উপলক্ষে সব পণ্যের ওপর দিচ্ছে ৩০ শতাংশ মূল্যছাড়। পণ্যের দাম সব সময় গ্রাহকসুলভ হওয়ায় ক্রেতাদের কাছে ‘সারা’ ভিন্নভাবে পরিচিত। এবার গ্রাহকদের জন্য ‘সারা’ ও ‘ঢেউ’ নিয়ে এসেছে ভিন্ন ভিন্ন ডিজাইনের পোশাক। সাশ্রয়ী দামের এসব ট্রেন্ডি ও নতুন পোশাক উৎসবকে করবে আরও বর্ণিল।

SAIF-ECOM

আরামদায়ক কাপড়ে তৈরি ক্যাজুয়াল কিংবা ফরমাল পোশাকসহ নিত্যদিনের সব পোশাক থাকছে মূল্যহ্রাসের তালিকায়। ‘সারা’ লাইফস্টাইলের সব আউটলেট ও অনলাইন মার্কেটপ্লেস থেকে কেনা যাবে সব পোশাক।

এই অফার চলাকালে অন্যান্য সব অফার বন্ধ থাকবে। শুধু ৩০% মূল্যহ্রাসের এই অফারে ক্রেতারা পণ্য ক্রয় করতে পারবেন। এ ছাড়া এই অফার চলাকালে ‘সারা’র ব্যতিক্রমী ব্যাগে ডিসকাউন্ট অফারটিও থাকছে না।

আউটলেটের পাশাপাশি ‘সারা’র নিজস্ব ওয়েবসাইট (www.saralifestyle.com), ফেসবুক পেজ (https://www.facebook.com/saralifestyle.bd) এবং ইন্সটাগ্রাম (https://www.instagram.com/saralifestyle.bd/) থেকে ক্রেতারা ঢাকার ভেতরে অর্ডার করে হোম ডেলিভারি পেতে পারেন। এ ছাড়া ঢাকার বাইরে সারা দেশে কুরিয়ারের মাধ্যমেও আপনার অর্ডারকৃত পণ্য ডেলিভারি পাবেন।

ছবি: সারা

বিজ্ঞাপন
প্রকাশ: ০৪ জুন ২০২৪, ০৯: ৫৫
বিজ্ঞাপন