ছয়টি ঋতুই আমাদের প্রকৃতিকে বিভিন্নভাবে সাজিয়ে দেয় তার আপন সাজে। আষাঢ়-শ্রাবণ এই দুই মাস বর্ষাকাল। বর্ষায় প্রকৃতি সেজে ওঠে তার আপন মহিমায়। অনন্য ভাবনায় গঠিত ফ্যাশন উদ্যোগ ‘দেশীদশ’ও চায় এই বর্ষায় ক্রেতাদের আপন সাজে সাজাতে।
বর্ষায় পোশাক পরিচ্ছদ হওয়া চাই বর্ষা উপযোগী। তাই দেশীদশের ১০টি ব্র্যান্ডেই এখন বর্ষায় পরার মতো পোশাকের সংগ্রহ রয়েছে। সঙ্গে বাড়তি পাওনা হিসেবে থাকছে নির্দিষ্ট পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়। তাই এই বর্ষায় আপনার নিত্যদিনের অনুষঙ্গ হোক দেশীয় পোশাক।
ফ্যাশন ব্র্যান্ড নিপুণ, কে ক্রাফট, অঞ্জন’স, রঙ বাংলাদেশ, বাংলার মেলা, সাদাকালো, বিবিয়ানা, দেশাল, নগরদোলা ও সৃষ্টি–এর সমন্বয়ে গঠিত দেশীদশ। জন্মলগ্ন থেকে দেশীদশ গত ১৫ বছরে দেশীয় ফ্যাশনশিল্প বিকাশে নিরন্তর কাজ করে চলছে। বর্ষার এই আয়োজন ‘বর্ষার বিশেষ ছাড়’ থাকবে ঢাকার বসুন্ধরা সিটির লেভেল চার, সিলেটের কুমারপাড়া আর চট্টগ্রামের আফমি প্লাজার লেভেল ৫–এ অবস্থিত দেশীদশ আউটলেটগুলোয়।
৫০ শতাংশ পর্যন্ত এই মূল্যছাড়ে থাকবে সব ব্র্যান্ডের শাড়ি, পাঞ্জাবি, স্টিচ ড্রেস, আনস্টিচ ড্রেস, শার্ট, টি-শার্ট, টপস, কামিজসহ আরও অনেক সামগ্রী। ৩ জুলাই শুরু হওয়া বর্ষার বিশেষ ছাড় চলবে ২০ জুলাই পর্যন্ত। আউটলেটের পাশাপাশি অনলাইনেও প্রদর্শিত হবে এই মূল্যছাড়ের সামগ্রী। দেশীদশের ফেসবুক পেজে https://www.facebook.com/deshidosh2009 দেখা যাবে এই আয়োজনের বর্ণিল সব পোশাক।
ছবি: দেশীদশ