স্ক্রিন প্রিন্ট, ডিজিটাল প্রিন্ট, কারচুপি, এমব্রয়ডারির কাজ, জ্যামিতিক, ট্র্যাডিশনাল, ফুলেল এমন অনেক কিছুই থাকছে ‘তাভাস এবং ডিমান্ড’ পোশাকের মোটিফ হিসাবে। এ লাইন, সেমেটিক, এসিমেট্রিক নিয়ে বিভিন্ন কাজ থাকছে পোশাকের প্যাটার্নে।
এ ছাড়া কালারের ক্ষেত্রে স্থান পেয়েছে সামার ভাইব্রেন্ট কালার। ছেলেদের জন্য থাকছে পাঞ্জাবি, কাবলি সেট, সিঙ্গেল পিছ কাবলি, ক্যাজুয়াল শার্ট, ফরমাল শার্ট, টি-শার্ট, পোলো শার্ট, ফতুয়া, কাতুয়া, ডেনিম প্যান্ট, চিনো প্যান্ট, কার্গো প্যান্ট, পায়জামা ইত্যাদি।
প্রকৃতি ও ফ্যাশনের সঙ্গে তাল মিলিয়ে সুতিসহ আরামদায়ক কাপড়ে তৈরি এসব পোশাকের কাটিং ও প্যাটার্নে রয়েছে বৈচিত্র্য। পাশাপাশি থাকছে ফ্যাব্রিক ও ট্রেন্ডের ভিন্নতাও।
এসব পোশাকে ব্যবহার করা হয়েছে কটন, ভিসকস, সার্টিন, নেট, ডেনিম ও টুইল ফ্যাব্রিক, জ্যাকার্ড কটন, ডিবি কটন, জর্জেট, সিল্ক ইত্যাদি। মেয়েদের জন্য ‘তাভাস’ আছে সিঙ্গেল পিছ কামিজ, লন থ্রি পিছ, আকর্ষণীয় পার্টি থ্রি পিছ, এথনিক কুর্তা, ফ্যাশন টপ, কাফতান ইত্যাদি।
সারা বাংলাদেশে ডিমান্ডের মোট ১৮টি আউটলেট রয়েছে এবং তাভাসের রয়েছে ফ্ল্যাগশিপ আকারের ৫টি আউটলেট।