লা রিভে ৫০ শতাংশ ছাড়
শেয়ার করুন
ফলো করুন

শীতসহ সব মৌসুমের পোশাক এ আয়োজনে পাওয়া যাবে। ওমেন ক্লদিং লাইনে শীতের শাল, সোয়েটার, জ্যাকেট, সোয়েটশার্ট, ব্লেজার, টিউনিক, কামিজ, সালোয়ার কামিজ, শাড়ি, আবায়া, টপ, কোটি, শ্রাগ, টিশার্ট—সবই পাওয়া যাবে এই সেলে।

আরও আছে পালাজ্জো, স্কার্ট, হারেম, লেগিংস ও জিনস প্যান্ট।

বিজ্ঞাপন

মেল ক্লদিং লাইনে উইন্টার জ্যাকেট, ব্লেজার, সোয়েটশার্ট, হুডি, ক্যাজুয়াল, সেমিফিটেড, ফিটেড পাঞ্জাবিসহ সব ধরনের শার্ট আছে। পোলো ও টি–শার্টের সঙ্গে ম্যাচিং জিনস, চিনোস-সহ ট্রেন্ডি প্যান্ট-পাজামাও আছে সেলের এই দারুণ উৎসবে।

টিন, কিড বয় ও গার্ল এবং নবজাতক শিশুদের আরামদায়ক ও স্টাইলিশ পোলো, টি–শার্ট, পাঞ্জাবি সেট, উভেন সেট, ঘাগরা চোলি, টিউনিক, সালোয়ার-কামিজসহ নিমা সেট সবই পাওয়া যাচ্ছে।

হোম ডেকোর ও ফ্যাশন অনুষঙ্গেও বিশেষ ছাড় রয়েছে।
স্টোর ও অনলাইনের জন্য এই অফার। ঘরে বসে কিনতে লগইন করুন: https://www.lerevecraze.com। অথবা ইনবক্স করুন: www.facebook.com/lerevecraze।

ছবি: লা রিভ

বিজ্ঞাপন
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৪, ১৪: ০০
বিজ্ঞাপন