>

আপনি কীভাবে আম খান? আপনার বৈশিষ্ট্য বলে দেবে এই মজার ম্যাঙ্গো পার্সোনালিটি টেস্ট

হাল ফ্যাশন ডেস্ক

আম তো সবাই খাচ্ছি আমরা সকাল-বিকাল-রাত

কেউ কোনোমতে ছিলে গপাগপ চালান করে দিচ্ছেন পেটে, কেউ খুব যত্ন করে কেটে খাচ্ছেন

আপনার ম্যাঙ্গো পার্সোনালিটি টেস্টই কিন্তু বলে দিতে পারে আপনার বৈশিষ্ট্য

১. কোনোমতে ছিলেই খেয়ে ফেললে আপনি আসলে খুব বাস্তববাদী ব্যক্তিত্বের অধিকারী।

২. এভাবে গুছিয়ে কেটে আম খাওয়া মানেই আপনি খুবই পরিপাটি একজন মানুষ।

৩.পুরোটা ছিলে শেষ করার আগেই মুখে দিয়ে ফেলেন? আপনি একটু বেশিই অস্থির

৪. দেখেই বোঝা যাচ্ছে, আপনার আসলে অ্যাস্থেটিক সাইড খুবই দুর্বল। একেবারে যা তা।

৫. কেউ এভাবে চটকে দিলে তবেই খান? এত অলস হলে চলবে?

৬. আপনার মধ্যে আর্টিস্ট আছে একজন। তা সবক্ষেত্রেই বোঝা যায়

৭. ভোজনরসিক আর আয়েশী আপনি। আপনার পছন্দ দুধ-ভাত দিয়ে আম

৮. আম খাওয়ার আগে ডে, স্টোরি বা পোস্ট না দিলে চলে না আপনার। আপনি একজন সোশ্যাল বি (bee)

৯. আমেও লবণ-মরিচ দিয়ে খান? আপনি স্পাইসি পার্সোনালিটির অধিকারী

১০. ম্যাঙ্গো স্টিকি রাইস খান রেস্তোরাঁয় গিয়ে? অভিনন্দন। আপনি অত্যন্ত পশ।

১১. আমের জুসই প্রিয় আপনার? আপনি শর্টকাটপ্রেমী

যেভাবেই আম খাই না কেন, সবাই আমপ্রেমী আমরা। এটুকু নিশ্চিত।

ছবি: ইন্সটাগ্রাম ও হাল ফ্যাশন