>
দেখুন কোন ফল প্রিয় হলে কেমন হয় মানুষ
২৮ এপ্রিল ২০২৫, ১৬: ১৫
হাল ফ্যাশন ডেস্ক
ফ্রুট অ্যাস্ট্রোলজি নামের মজার থিওরি অনুযায়ী আপনার প্রিয় ফলের সঙ্গে আপনার ব্যক্তিত্ব মিলে যায়।
দেখুন তো আপনার প্রিয় ফল কোনটি আর তা আপনার মতোই কিনা!
আপেল: আপনি কচকচে আপেলের মতো প্রাণবন্ত ও জনপ্রিয়
কলা
: আপনি পরোপকারী আর মিষ্টি স্বভাবের
আঙুর: আপনি অত্যন্ত আকর্ষণীয় আর রূপসচেতন
কমলা: আপনার মাঝে খাট্টা-মিঠা দুই স্বভাবই আছে। আপনি সবাইকে ভালোবাসা দেন
আম: আপনার মাঝে নেতৃত্বগুণ আছে। সবাই আপনার ভক্ত।
নারকেল: আপনার ভেতরটা নরম, বাইরে আপনি যেমনই হোন না কেন
আতা: কিছুটা জটিল স্বভাবের আপনি। আপনাকে কেউ বুঝতে পারে না
পেঁপে: আপনি সবার ভালো করতে চান। তাও আপনাকে সবাই এত পছন্দ করে না
আনারস: আপনার রসবোধ প্রবল। আপনি সবার কাজে লাগেন।
লিচু: আপনি স্পেশাল। আপনার আছে অনন্য সব গুণ।
তরমুজ: আপনার মনটা অনেক বড়। সবাইকে সন্তুষ্ট করতে চান আপনি।
ছবি: পেকজেলস
সূত্র: ফ্রুট অ্যাস্ট্রোলজি