>

দেখুন কোন ফল প্রিয় হলে কেমন হয় মানুষ

হাল ফ্যাশন ডেস্ক

ফ্রুট অ্যাস্ট্রোলজি নামের মজার থিওরি অনুযায়ী আপনার প্রিয় ফলের সঙ্গে আপনার ব্যক্তিত্ব মিলে যায়।

দেখুন তো আপনার প্রিয় ফল কোনটি আর তা আপনার মতোই কিনা!

আপেল: আপনি কচকচে আপেলের মতো প্রাণবন্ত ও জনপ্রিয়

কলা: আপনি পরোপকারী আর মিষ্টি স্বভাবের

আঙুর: আপনি অত্যন্ত আকর্ষণীয় আর রূপসচেতন

কমলা: আপনার মাঝে খাট্টা-মিঠা দুই স্বভাবই আছে। আপনি সবাইকে ভালোবাসা দেন

আম: আপনার মাঝে নেতৃত্বগুণ আছে। সবাই আপনার ভক্ত।

নারকেল: আপনার ভেতরটা নরম, বাইরে আপনি যেমনই হোন না কেন

আতা: কিছুটা জটিল স্বভাবের আপনি। আপনাকে কেউ বুঝতে পারে না

পেঁপে: আপনি সবার ভালো করতে চান। তাও আপনাকে সবাই এত পছন্দ করে না

আনারস: আপনার রসবোধ প্রবল। আপনি সবার কাজে লাগেন।

লিচু: আপনি স্পেশাল। আপনার আছে অনন্য সব গুণ।

তরমুজ: আপনার মনটা অনেক বড়। সবাইকে সন্তুষ্ট করতে চান আপনি।

ছবি: পেকজেলস

সূত্র: ফ্রুট অ্যাস্ট্রোলজি