কোন ডিটক্স ওয়াটারের কি উপকারিতা

হাল ফ্যাশন ডেস্ক

দিনের যেকোনো সময়েই পান করা যায় ডিটক্স ওয়াটার। তবে ঘুম থেকে উঠেই খালি পেটে কিছু ডিটক্স পানীয় পান করলে তা থেকে বিশেষভাবে কিছু উপকার পাওয়া যায়।

দিনের যেকোনো সময়েই পান করা যায় ডিটক্স ওয়াটার। তবে ঘুম থেকে উঠেই খালি পেটে কিছু ডিটক্স পানীয় পান করলে তা থেকে বিশেষভাবে কিছু উপকার পাওয়া যায়
আমলকী ডিটক্স ওয়াটার : ভিটামিন সি এর চাহিদা পূরণ করে। হজম শক্তি বৃদ্ধি করে
মেথি ডিটক্স ওয়াটার: ঔষধি গুণসম্পন্ন মেথি শরীরকে সামগ্রিকভাবেই সুস্থ রাখে
লেবু-মধুর ডিটক্স ওয়াটার: সর্দি-জ্বর থেকে শুরু করে ওজন কমাতে কার্যকর এই ডিটক্স ওয়াটার
দারুচিনি ডিটক্স ওয়াটার: দারুচিনির সুবাস এমনিতেও স্ট্রেস কমায়, শরীরে চনমনে ভাব জাগায়। দারুচিনি ওজন কমানো ও নিয়ন্ত্রণের ক্ষেত্রে খুবই কার্যকর
জিরা ডিটক্স ওয়াটার: সর্দি-জ্বর কমাতে সাহায্য করে, হজম শক্তি বাড়াতে