>

অ্যান্টিবায়োটিক যখন ক্ষতির কারণ

ডা. শায়লা হক

বর্তমান সময়ে রোগ বৃদ্ধির পাশাপাশি অ্যান্টিবায়োটিক সেবনের প্রবণতাও বৃদ্ধি পেয়েছে বহুগুণে।
ভয়ংকর ব্যাপার হলো, অনেকে অ্যান্টিবায়োটিক সেবন শুরু করে একটু ভালো হয়ে গেলে কোর্স পূর্ণ না করেই খাওয়া ছেড়ে দেন।
অ্যান্টিবায়োটিকের কোর্স শেষ না করলে দেহে সংক্রমণ ঘটানো জীবাণু আরো শক্তিশালী হয়ে ওঠে।
সঠিক পরিমাণে এবং সঠিক সময় পর্যন্ত অ্যান্টিবায়োটিক ব্যবহার না করলে শরীরে ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলো পুরোপুরি ধ্বংস হয় না।
যার ফলে পরবর্তী সময়ে রোগীর শরীরে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হলে তখন অ্যান্টিবায়োটিক ওষুধ আর কাজ করে না।
এ অবস্থাকেই চিকিৎসাশাস্ত্রে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বলা হয়ে থাকে।
শুধু কোর্স শেষ করা নয়, নির্দিষ্ট ডোজেও যদি অ্যান্টিবায়োটিক না খাওয়া হয়, তাহলে সমস্যা হতে পারে।
অ্যান্টিবায়োটিকের ডোজ শেষ না করা যেমন ক্ষতিকর, তেমনই প্রয়োজন ছাড়া নিজের বুদ্ধিতে এই ওষুধ খেলেও বিপদ।