পপকর্ন নাকি সুইট কর্ন কীভাবে ভুট্টা খাওয়া বেশি উপকারি

জাহিদুল হক

ভুট্টা পৃথিবীজুড়ে সুপরিচিত একটি শস্য।
পপকর্ন আর সুইট কর্ন সবচেয়ে জনপ্রিয় হলেও ভুট্টা আরও বেশ কিছুভাবে প্রসেস করে খাওয়া যায়।
ভিটামিন ও খনিজ উপাদানে ভরপুর ভুট্টা।
পপকর্নে ম্যাঙ্গানিজ, ফসফরাস, ম্যাগনেশিয়াম, জিংক, কপারের মতো অত্যাবশ্যকীয় খনিজ উপাদানগুলো থাকে।
সুইট কর্নে থাকে ভিটামিন বি৬, নিয়াসিন ও পটাশিয়াম।
সুইট কর্নে থাকে পর্যাপ্ত ভিটামিন। ভিটামিনগুলো শরীরের অভ্যন্তরীণ কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন হতে সাহায্য করে।
ভুট্টায় থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে কাজ করে।
ভুট্টায় থাকা লুটেইন ও জিয়াজিন্থিন নামের অ্যান্টি–অক্সিডেন্ট দুটি চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে।
পাশাপাশি এই অ্যান্টি–অক্সিডেন্টগুলো শরীরের রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায়। এগুলো ভাইরাস, ব্যাকটেরিয়া ও ইনফেকশনের বিরুদ্ধে কাজ করে।
ভুট্টায় থাকে পর্যাপ্ত পরিমাণে ফাইবার। যা হজম শক্তি বাড়ায় ও অন্ত্রকে ভালো রাখে।
কর্ন অয়েল বা ভুট্টার তেল হার্টের জন্য উপকারী। ২০১৮ সালের এক গবেষণা অনুযায়ী, নারকেল তেলের চেয়ে ভুট্টার তেল বেশি স্বাস্থ্যকর।
যাঁদের কোলেস্টেরল লেভেল বেশি তাঁরা যদি রোজ ৪ টেবিল চামচ ভুট্টার তেল ভোজ্যতেল হিসেবে গ্রহণ করেন, তাঁদের কোলেস্টেরল লেভেল নিয়ন্ত্রণে আসে।