<h3>ভিয়েতনামে খুবই জনপ্রিয় গরম কফিতে কাঁচা ডিম দিয়ে বানানো এগ কফি</h3>.<h3>মাখন দেওয়া বুলেট কফি অবশ্য অনেকের কাছেই পরিচিত</h3>.<h3>বিটরুটের ক্রেজ চলছে সবখানে, কফিতেও </h3>.<h3>কফিতে লেবু দিয়ে পান করেন অনেকেই ওজন কমাতে</h3>.<h3>বিশেষ ধরনের খাটাশ জাতীয় প্রাণির ত্যাগ করা অর্ধপাচ্য কফি ফল থেকে বীজ নিয়ে বানানো হয় বিশ্বের সবচেয়ে দামী কফি কপি লুয়াক। </h3>.<h3>করোনার সময়ে ভাইরাল হওয়া ডালগোনা কফির কথা মনে আছে সবার?</h3>.<h3>ক্রিম চিজ দেওয়া সুইস চিজ-কফিকে ডেজার্টই বলা যায় </h3>.<p><strong>ছবি</strong>: ইন্সটাগ্রাম </p>
<h3>ভিয়েতনামে খুবই জনপ্রিয় গরম কফিতে কাঁচা ডিম দিয়ে বানানো এগ কফি</h3>.<h3>মাখন দেওয়া বুলেট কফি অবশ্য অনেকের কাছেই পরিচিত</h3>.<h3>বিটরুটের ক্রেজ চলছে সবখানে, কফিতেও </h3>.<h3>কফিতে লেবু দিয়ে পান করেন অনেকেই ওজন কমাতে</h3>.<h3>বিশেষ ধরনের খাটাশ জাতীয় প্রাণির ত্যাগ করা অর্ধপাচ্য কফি ফল থেকে বীজ নিয়ে বানানো হয় বিশ্বের সবচেয়ে দামী কফি কপি লুয়াক। </h3>.<h3>করোনার সময়ে ভাইরাল হওয়া ডালগোনা কফির কথা মনে আছে সবার?</h3>.<h3>ক্রিম চিজ দেওয়া সুইস চিজ-কফিকে ডেজার্টই বলা যায় </h3>.<p><strong>ছবি</strong>: ইন্সটাগ্রাম </p>