হাল ফ্যাশন ডেস্ক
ফ্যাশন দুনিয়ার অবিসংবাদিত রানি বলা হতো এক সময় বিশ্বসুন্দরী বলিউড তারকা ঐশ্বরিয়া রায়কে। ছবি: ইন্সটাগ্রাম
প্যারিস ফ্যাশন উইকের ল'রিয়াল শোয়ের র্যাম্পে ঐশ্বরিয়ার বেলুনের মতো ফুলে থাকা বিশাল গাউনের আবেদন কাউকেই ছুঁতে পারে নি। ছবি: ইন্সটাগ্রাম
আত্মবিশ্বাসী ঐশ্বরিয়ার পরিণত বয়সের গ্রেসফুল সৌন্দর্য নিয়ে কোনো কথা হতে পারে না। ছবি: ইন্সটাগ্রাম
অফ দ্য শোল্ডার ডিজাইন বেশ মানালেও স্লিট দেওয়া ঢলঢলে কেপ স্লিভসের সিলোয়েটে ব্যাকগ্রাউন্ডের সঙ্গে মিশে গেছেন তিনি। ছবি: ইন্সটাগ্রাম
বেমানান পোশাকে ঐশ্বরিয়াকে মনে হচ্ছে গোলগাল ফুলদানিতে সাজানো ফুলের মতো। ছবি: ইন্সটাগ্রাম
এই বিশ্বসুন্দরীর সুন্দর মুখখানির প্রতি অবিচার করেছেন স্টাইলিস্টরা, বলছেন ভক্তকুল। অবশ্য ফ্যাশন কুইন হওয়ার সুবাদে ঐশ্বরিয়াও এর দায় এড়াতে পারছেন না। ছবি: ইন্সটাগ্রাম