>

ফিউশনের আলোয় নন্দিনী-রঞ্জন

হাল ফ্যাশন ডেস্ক

নিরীক্ষায় রবীন্দ্রনাথ ছিলেন সিদ্ধহস্ত। এই সময়ের নন্দিনী-রঞ্জনের লুকেও নিরীক্ষাই ফোকাসে।

ফিউশন ড্রেপে জরীপাড় তাঁতের শাড়ির সঙ্গে ক্যামিসোল আর শর্ট ব্লেজারের লুকে নন্দিনী

রক্তকরবীর লাল আছে এখানে লাল টিপ আর গ্লসি রেড লিপকালারে

জিন্স, প্রিন্ট শার্ট আর বুটের সঙ্গে বন্ধগলার লুকে রঞ্জন এখানে একেবারেই এই সময়ের।

রক্তকরবীর প্রতীকী উপস্থাপনে স্ট্রিট ফ্যাশনের রেশ রেখে হাইস্ট্রিট ফ্যাশনে উন্নীত করার প্রয়াস

উভয়েই সমসময়ের প্রতিনিধি। উচ্ছাস আর ভালোবাসায় তাঁদের কেমিস্ট্রিই এখানে কথা বলছে।

রক্তকরবীর মূল ধারণাটি মাথায় রেখে এখানে ফিউশনের আলোয় দেখতে পাই আমরা নন্দিনী-রঞ্জনকে

কুশিলব: রুনা খান ও গাজী আব্দুন নূর

স্টাইলিং: দিদারুল দীপু

মেকওভার : পারসোনা

লোকেশন: স্টুডিও ক্যানভাস

পোশাক: জুরহেম, পটের বিবি, ক্যানভাস

ছবি: হাদী উদ্দীন

ভিডিওগ্রাফি: কানিজ ফাতেমা

পৃষ্ঠপোষক: প্রাইম ব্যাংক

আয়োজন: টিম হাল ফ্যাশন