লাল শাড়িতে রোদ-বৃষ্টির দিন
হাল ফ্যাশন ডেস্ক
কৃষ্ণচূড়ায় রাঙানো এই রোদ-বৃষ্টির দিনে যেকোনো অনুষ্ঠানে সাদামাটা সাজের সঙ্গে মানানসই একটা লাল শাড়ি সবার নজর কাড়বেই। | ছবি: বেগম বাহার
লাল শাড়ির আবেদন বলে বোঝানোর নয়। গানে, কবিতায়, অনুরাগী চোখের মুগ্ধতায় লাল শাড়ির আবির মাখামাখি হয় পরম ভালোবাসায়।
প্রেমিক পুরুষও তার ভালোবাসার মানুষটিকে লাল শাড়িতে দেখতে বা কল্পনা করতে ভালোবাসে।
বউয়ের সাজে তো বটেই, লাল শাড়ি যেন প্রতিটি নারীর সৌন্দর্যকে বাড়িয়ে দেয় বহুগুণে। সংগ্রহে লাল শাড়ি নেই, এমন নারী খুঁজে পাওয়া ভার।
এই রোদ, এই বৃষ্টির এমন দিনে মনের মতো একটি লাল শাড়ি হলে আর কিছুই যেন দরকার নেই।
ভিনটেজ ফ্যাশনের এই ট্রেন্ডে তাই মায়ের লাল টুকটুকে বিয়ের শাড়ি, নানি-দাদির জরির কাজের লাল বেনারসি বা সুতির শাড়িও দারুণ মানিয়ে যাবে।
অনুষঙ্গ বা মেকআপের বাহুল্য পরিহার করলেই এর আবেদন বাড়ে। তাই রোদ-বৃষ্টির এই দিনে মিনিমাল সাজ হবে মানানসই।
চুল খোলা থাকতে পারে। মেসি-বান বা এলোখোঁপায় ফুল হলে তা হবে সোনায় সোহাগা।
শুধু টিপ ও কাজলকে সঙ্গে নিয়েই যেকোনো অনুষ্ঠানে বাজিমাত করতে পারবে মনের মতো একটি টুকটুকে লাল শাড়ি। | ছবি: বেগম বাহার