এই সময়ের দেশি ফ্যাশনে বোহেমিয়ানা
হাল ফ্যাশন ডেস্ক
বোহেমিয়ান ফ্যাশন মানেই যে পশ্চিমা আর ফিউশন ঘরানার পোশাক, তা কিন্তু নয়। খাঁটি দেশি পোশাকেও বোহো স্টাইল ফুটিয়ে তোলা যায় অনায়াসে। | পোশাক ও অনুষঙ্গ : তাশা
ভবঘুরে কিংবা যাযাবর অর্থে বোহেমিয়ান শব্দটি প্রচলিত হলেও এটি এখন মানুষের জীবনধারা আর ফ্যাশনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।
অন্য কারও পছন্দে নয়, বরং ব্যক্তিগত স্বাচ্ছন্দ্যই মূল বিষয় বোহো স্টাইলে।
ঢিলেঢালা, নানা রঙের প্রিন্ট আর পোশাকে খেয়ালি এম্বিলেশমেন্টের খেলা থাকে এই স্টাইলে।
বোহো স্টাইলের প্রতীক হচ্ছে ঢিলেঢালা লেয়ারিং, পপিং প্রিন্ট, ট্যাসেল, প্যাচওয়ার্ক, পেসলে প্যাটার্ন আর প্রচুর স্টেটমেন্ট জুয়েলারি।
ফ্লোরাল প্রিন্ট, গ্রাফিক্যাল প্রিন্ট বা স্ট্রাইপ প্রিন্টও এই ফ্যাশনের অন্তর্ভুক্ত।
রঙের দিক থেকে উজ্জ্বল রংগুলো স্থান পায় এই স্টাইলে।
তবে পোশাকে মনোক্রমের আধিক্য থাকলেও সাজ ও অনুষঙ্গে ফুটিয়ে তোলা যায় রঙিন ভাব।
বাঙালির বোহো স্টাইলে অন্য মাত্রা যোগ করেছে শাড়ি।
শাড়ির জমিনে বা পাড়ে নকশাকারেরা কড়ি, ঝুনঝুনি, পমপম আর নানা রকম বিডসের ব্যবহারে প্রকাশ ঘটে বোহেমিয়ানা স্টাইলের।
বোহো ঘরানার ফ্যাশন উদ্যোগ ‘তাশা’র অভিনব ‘ওড়নায় পকেট’ নকশাটি বেশ সাড়া ফেলেছে তরুণদের মধ্যে।
শাড়ির সঙ্গে ওড়না গলায় জড়িয়ে লেয়ারিং স্টাইল করা যায়।
পোশাকে শুধু এই স্টাইল ফুটে ওঠে, তা নয়। সাজ আর অনুষঙ্গেও থাকতে হবে বোহো ভাইব।
কড়ি, পমপম বসানো হাতের বালা, রঙিন পুঁতির ব্রেসলেট, কানে বহুরঙা ট্যাসেলের ঝোলানো দুলে বোহো স্টাইলের প্রকাশ ঘটে শতভাগ। | ছবি: তাশা