>
নীল-সাদা শাড়িতে শরৎ উদ্যাপন
০২ সেপ্টেম্বর ২০২৪, ১৪: ০৫
হাল ফ্যাশন ডেস্ক
শরৎ বলতেই আমরা বুঝি নীল-সাদার খেলা আর অবিরাম স্নিগ্ধতা
ছবি: রঙ বাংলাদেশ
দেশীয় ফ্যাশন ব্র্যান্ড রঙ বাংলাদেশের শরৎ কালেকশনে প্রাধান্য পেয়েছে শাড়ি
ফুলেল থিমকে উপজীব্য করে নকশা করা হয়েছে শাড়িগুলো
বাঙালির চিরচেনা সম্পর্কগুলোর মধ্যে অন্যতম হলো শরৎ আর নীল-সাদা রঙের মেলবন্ধন
বসন্তবরণে হলুদ, বৈশাখে লাল-সাদার মতো শরৎকালে নীল-সাদা রং প্রাধান্য পেয়ে আসছে যুগ যুগ ধরে
শরতের পোশাকের নকশায় স্বাভাবিকভাবেই উঠে আসে শরৎ শুভ্র আকাশের রং। সঙ্গে আরও আসে সাদা, নানা শেডের নীল আর ধূসর রং
রঙ বাংলাদেশের শরৎ কালেকশনের শাড়িগুলোর জমিনে ফুটে উঠেছে নানা ধরনের ফুলেল মোটিফ। একেক শাড়িতে একেক ধরনের কারুকাজ
আকাশি–নীল শাড়িতে ব্লক প্রিন্ট করা ছোট সাদা ফুল আর সবুজ পাড়ের ফিরোজা নীল শাড়ির জমিনে নকশা করা ছোট ছোট ফুল-পাতার প্রিন্ট রয়েছে
সাদা জমিনের শাড়ির আঁচল, কুঁচি আর পাড়ে ফুটিয়ে তোলা হয়েছে কমলা, লাল, নীল, সবুজ আর হলুদ রঙের ফুলের ব্লক প্রিন্ট
গরমের প্রকোপ থাকায় নানা ধরনের সুতি ফেব্রিক ব্যবহার করা হয়েছে
আর্দ্রতার কথা মাথায় রেখে এসব পোশাকের প্যাটার্নও হয়েছে ঢিলেঢালা, ক্যাজুয়াল