>

দেশি তারকাদের যত রেড হট লুক

হাল ফ্যাশন ডেস্ক

সুইটহার্ট নেকলাইনের লাল গাউনে মন্দিরা চক্রবর্তী। সিকুইনের গাউনে বডিকন ডিজাইন আর স্প্যাগেটি স্ট্র্যাপ দেখা যাচ্ছে।

জয়া আহসান পরেছেন হল্টারনেক ডিজাইনের ব্যাকলেস লাল ড্রেস। বডি ল্যাঙ্গুয়েজে বোল্ড আমেজ।

লাল শাড়ির সঙ্গে নুডল স্ট্র্যাপের বোল্ড ব্লাউজ, খোলা চুল আর লাল লিপকালারে মোহনীয় নুসরাত ফারিয়া।

তাসনিয়া ফারিণের ব্যাকলেস গাউনে সিকুইন আর ফেদার ডিটেইলিং দেওয়া। চুলে ওয়েটলুক।

লাল মিনিড্রেসে তমা মির্জা। সঙ্গে সবুজ পাথরের স্টেটমেন্ট নেকপিস আর সোনালি হিলস নজর কাড়ছে।

কার্ল করা চুল, ন্যুড লিপস, সাদা পাথরের নেকপিসে আশনা হাবিব ভাবনার লাল জাম্পস্যুটে গভীর স্কুপনেক ডিজাইন।

ছবি: তারকাদের ইন্সটাগ্রাম