>

দীপিকা পাড়ুকোনের জন্মদিনে দেখে নিন দশটি লুক, যা বলিউড ফ্যাশনের ভাষা বদলে দিয়েছে

হাল ফ্যাশন ডেস্ক

ওম শান্তি ওম – স্বপ্নিল ক্লাসিক

প্যাস্টেল সালোয়ার-কামিজ, উইংড আইলাইনার, কার্ল চুল—পুরনো দিনের বলিউড গ্ল্যামার।

চেন্নাই এক্সপ্রেস – আত্মবিশ্বাসী ঐতিহ্য

সিল্ক শাড়ি, টেম্পল জুয়েলারি, বড় টিপ—অপরিবর্তিত ট্র্যাডিশনের সাহসী প্রকাশ।

ককটেল – আধুনিক বাস্তবতা

বডিকন ড্রেস, নিউট্রাল টোন, ন্যাচারাল স্টাইলিং—আজকের আরবান ফ্যাশনের ভিত্তি।

ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি – সরলতার সৌন্দর্য

ফ্লোরাল ড্রেস, হালকা রঙ, নরম মেকআপ—সহজেই আপন হয়ে ওঠা লুক।

বাজিরাও মাস্তানি – রাজকীয় গাম্ভীর্য

ডিপ জুয়েল টোন, ভারী গয়না, শক্তিশালী সিলুয়েট—চরিত্রের গভীর প্রকাশ।

পিকু – বুদ্ধিদীপ্ত আরবান স্টাইল

কটন শাড়ি, হালকা কুর্তা, বড় কপালের টিপ—স্বচ্ছন্দ শহুরে নারীর প্রতিচ্ছবি।

হ্যান্ডলুম শাড়ি, সিম্পল ব্লাউজ, মিনিমাল জুয়েলারি।

রাম-লীলা – রঙ ও আবেগ

গুজরাটি লেহেঙ্গা, ভারী নাকছাবি, গাঢ় রঙ, ব্রাইট লেহেঙ্গা, স্টেটমেন্ট জুয়েলারি, বোল্ড আই মেকআপ।

পদ্মাবত – রাজকীয় নীরবতা

রানি পদ্মাবতীর সাদা-আইভরি পোশাক, মুক্তোর গয়না—সংযত অথচ প্রভাবশালী। মনোক্রোম আউটফিট, এলিগ্যান্ট জুয়েলারি, সফট গ্লো মেকআপ।

লাভ আজ কাল – ইয়ুথফুল ফ্রেশ

জিন্স, কুর্তি, স্কার্ফ—২০০০ দশকের শহুরে তরুণীর স্টাইল। ফিউশন ওয়্যার, লেয়ারিং, হালকা অ্যাক্সেসরিজ।

তামাশা – বোহেমিয়ান ন্যাচারাল

ঢিলেঢালা ড্রেস, আর্থি টোন, ন্যাচারাল হেয়ার—ভ্রমণপিপাসু মনের প্রকাশ। ফ্লোয়ি ড্রেস, আর্থ কালার, মিনিমাল মেকআপ।