>

লাল টুকটুকে শাড়িতে নিজেকে 'দেশি লিটল রেড রাইডিং হুড' বললেন এই সুন্দরী অভিনেত্রী

হাল ফ্যাশন ডেস্ক

লালের মাঝে ঝলমলে সোনালির খেলা। সুপরিচিত ডিজাইনার সাফিয়া সাথীর ব্রাইডাল আমেজের শাড়ি মানেই স্পেশাল কিছু

ক্রাশড সিল্ক ফেব্রিকে জমকালো পাড়-আঁচল। কলকার নকশা আছে শাড়িতে

স্ট্রিং দেওয়া আকর্ষণীয় বেনারসী ব্লাউজে ব্যাকলেস ডিজাইন।

রূপ বিশেষজ্ঞ জাহিদ খানের মেকওভারটিও দেখার মতো

ফুল গ্ল্যাম লুকে ঘন কাজল-মাসকারা, ছোট লাল টিপ আর হালকা ব্রিক রেড লিপস নজর কাড়ছে

উলটে খোঁপা বাঁধা চুল আর বড় কানবালায় জমকালো লুক এসেছে

আসলেই গল্পের সেই লাল টুকটুকে 'লিটল রেড রাইডিং হুড-এর দেশি রূপ এমনই হয়

ছবি: এম এইচ বিপু