>

ফুলের সঙ্গে পরী: দেখুন ৮টি আকর্ষণীয় লুক

হাল ফ্যাশন ডেস্ক

লাল টকটকে জবা ফুলের সাজে লাল ডাইয়ের শাড়িতে পরীমনি

চোখ জুড়ানো গ্ল্যাম মেকওভার আর ম্যাট মেরুন লিপকালারে হাস্নাহেনায় বুঁদ হয়েছেন পরী

হলুদ রাঁধাচূড়ার সঙ্গে পরীকে দেখা যাচ্ছে খোলা চুল য়ার শর্ষে হলুদ কামিজে

পলাশের সৌন্দর্যে মুগ্ধ পরীমনি পরেছেন সাদা ব্লাউজের সঙ্গে লাল-সাদা প্রিন্টের শাড়ি

গোলাপি চেকশার্টে পরীমনি বাগানবিলাসের সঙ্গে ফ্রেমবন্দী হয়েছেন

লাল-নীল-হলুদ বুননের পাড়ের সাদা তাঁতের শাড়ির সাজে পরীর হাতে একগুচ্ছ লিলি

নীল পিনন-হাদির চোখ জুড়ানো লুকে তিনি মেতেছেন কৃষ্ণচূড়ায়

বেলি ফুলের মালা খোঁপায় জড়িয়েছেন পরীমনি

ছবি: পরীমনির ফেসবুক